দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : নিজের গাড়ি ছেড়ে বাইকে করে কালী ঘাটের বাড়িতে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
ভারতবর্ষের সোনার ছেলেমেয়েরা যারা ভারতবর্ষের নাম অলিম্পিকে উজ্জ্বল করেছে তাদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।


সেজন্যই গতকাল গোষ্ঠগোপালের মূর্তির সামনে থেকে কুস্তিগীরদের উপর বিজেপি সরকারের অমানবিক ব্যবহারের জন্য মোমবাতি হাতে নিয়ে মিছিল করছিলেন। ঠিক সেই সময় রিপাবলিক টিভির ক্যামেরাম্যান শুভ্রাংশু ঘোষ ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান এবং জ্ঞান হারান। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ছুটে এসে চোখে মুখে জল দেন। মিছিল থামিয়ে নিজের গাড়িতে শুভ্রাংশকে তুলে পিজি হাসপাতালে পাঠিয়ে ফোন করে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর গান্ধীমূর্তিতে মিছিল শেষ করে পুলিশবাইকে উনি কালীঘাটের বাড়িতে ফেরেন।