দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো , পল্লব চক্রবর্তী :
চলতি সপ্তাহের শুরু থেকে তেমন বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। তবে সেপ্টেম্বরের শুরুতেই সেই খরা কাটতে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।
হাওয়া অফিস বলছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী অক্ষরেখা। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিনে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস- উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে।
দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলা গুলিতে। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।