দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশের ৬ রাজ্যের মোট ৭টি বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচনের ফল প্রকাশ হয়। এরমধ্যে তিনটিতে জিতেছে বিজেপি, বাকিগুলি বিরোধীরা। এই জয়কে ইন্ডিয়া জোটের জয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর লোকসভা ভোট। তার আগে দেশজোড়া এই উপনির্বাচনকে অ্যাসিড টেস্ট বলেই মনে করছে এনডিএ বিরোধী জোট ইন্ডিয়া। সেখানে এই ফলাফলকে আলাদা গুরুত্বও দিচ্ছে ইন্ডিয়ার শরিকরা।
পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে এদিন জেতা আসন হেরেছে বিজেপি। এই বিধানসভা আসন এবার তৃণমূলের দখলে। এছাড়াও উত্তরপ্রদেশের ঘোসি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, কেরলের পুথুপল্লি, ঝাড়খণ্ডের দুমরি এবং ত্রিপুরার ধানপুর ও বক্সানগরে বিধানসভা উপনির্বাচন হয়েছে। এখনও অবধি যা খবর, তাতে ত্রিপুরার ২টি আসন বিজেপি জিতেছে। বাগেশ্বর জিতেছে বিজেপি। তবে পুথুপল্লি জিতেছে ইউডিএফ। দুমরিতে জয় হয়েছে জেএমএমের। উত্তর প্রদেশের ঘোসিতে জয়ী সমাজবাদী পার্টি।