দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ১১ সেপ্টেম্বর, সোমবার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ সমান দুর্নীতির পর্দাফাঁস হবে বলে জানিয়েছিল CBI। সোমবার, উল্লেখিত দিনেই কলকাতা হাইকোর্টের চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থ চট্টপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল, হাইকোর্টে মৌখিকভাবে আজ জানাল CBI। এমনকী এই দুর্নীতির সঙ্গে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যেরও সরাসরি যোগাযোগ ছিল বল জে জানিয়েছেন CBI। তদন্তকারী সংস্থার আদালতে জানিয়েছে, মানিক ভট্টাচার্য বিভিন্ন সময়ে পার্থর চেম্বারে যেতেন বলে তথ্য রয়েছে সিবিআইয়ের হাতে।
সোমবার শুনানির সময় CBI-র আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য একথ জানিয়েছেন। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামিকাল বিস্তারিত তথ্য দিয়ে এ ব্যাপারে আদালতকে জানানো হবে। এক আইনজীবীর মৃত্যুতে আজ হাইকোর্টে কর্মবিরতি ঘোষণা করেন আইনজীবীরা। ফলে আদালত বসলেও আইনজীবীরা হাজির না থাকার সিদ্ধান্ত নেওয়ায় শুনানি এগোয়নি।