দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ফেসবুকে লাইভ করে আত্মহত্যা প্রাথমিক স্কুল শিক্ষকের। বৃহস্পতিবার মাঝরাতে ঘটা এই ঘটনা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চিঙ্গিশপুর এলাকার মহদীপুর গ্রামে। জানা গিয়েছে যে শ্বশুরবাড়িতে থাকাকালীনই ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করেছে ওই শিক্ষক৷ কুমারগঞ্জের সফরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি।
মৃত শিক্ষকের নাম শুভাশিস মার্ডি। বয়স ৩২ বছর ৷ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চিঙ্গিশপুর এলাকার মহদীপুর গ্রামে নিজের শ্বশুরবাড়িতেই গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ মৃত ওই শিক্ষকের বাড়ি চিঙ্গিশপুরের চকআন্ধারু গ্রামে। কিছুদন ধরেই তিনি মহদীপুর গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন।
তার স্ত্রী পাশের ঘরে পড়াশোনায় ব্যস্ত থাকাকালীনই তিনি আত্মহত্যা এই করেন। ফেসবুকে তার আত্নহত্যার ঘটনাটির লাইভ দেখামাত্র তাঁর বন্ধুরা তাঁর মোবাইল নম্বরে ফোনও করেন বহুবার। কিন্তু খবর পেয়ে শুক্রবার সকালে বালুরঘাট থানার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছে শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তে পাঠিয়ে দেয়। তবে আত্মহত্যার সঠিক কারন এখনও জানা যায়নি। আত্মহত্যার কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।