দ্য ক্যলকটা মিরর ব্যুরো: প্রতিদিনই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণের হাত থেকে বাদ যাচ্ছেন না সাধারণ মানুষ,বিখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংসদ। এই সময় অনেক সাংসদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বালুরঘাটের সংসদ ডক্টর সুকান্ত মজুমদার। আজ নিজেই ফেসবুকে পোস্ট করে একথা জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন,’ সংসদ অধিবেশন শুরুর আগে নির্দেশ অনুসারে কোভিড টেস্ট করার পর আজ রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ১০ দিন সেল্ফ আইসোলেশন এ আছি। আমি প্রত্যেককে অনুরোধ করছি, গত সাত দিনে আমার সাথে যারা সংস্পর্শে এসেছিলেন অনুগ্রহ করে আপনারা প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করুন। সাবধানে থাকুন,সুস্থ থাকুন।’
উল্লেখ্য এর আগে পঞ্জাব বিধান সভা অধিবেশন শুরু’র আগে ৯৯% বিধায়কের’ই করোনা পজিটিভ ধরা পড়ে, যা চমকে দিয়েছিল গোটা দেশ কে। এছাড়া সার দেশেই বিধায়ক, সংসদ থেকে মুখ্যমন্ত্রী এমনকি দেশের স্বরাষ্ট্র মন্ত্রীও করোনা সংক্রমিত হয়েছিলেন।
এই মূহুর্তে বাংলায় মোট করনা সংক্রমিত মানুষের পরিমাণ ১,৯৯,৪৯৩ জন। যার মধ্যে ১,৭২,০৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। দুঃখজনকভাবে, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের কারণে ৩৮৮৭ জন রোগী মারা গিয়েছেন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ২৩৫২১ জন রোগী। আজ সকাল ১১ টার সময়ে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সর্বশেষ রেকর্ড করা ঘটনাটি ঘটেছে ।