দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:সীতারাম ইয়েচুরি সহ বেশকিছু বিশিষ্টজনের বিরুদ্ধে দিল্লি পুলিশ এবং ভারত সরকারের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল নদিয়ায় বিভিন্ন প্রান্ত। উল্লেখ্য,
দিল্লি দাঙ্গা মামলার চার্জশিটে সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ অধ্যাপক অপূর্বানন্দ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নামে দিল্লি পুলিশ ভিত্তিহীন মামলা দায়ের করেছে বলেই মনে করে সিপিআইএম। দিল্লি পুলিশ রাজনীতির নিয়ন্ত্রণাধীন বলেও তাঁরা দাবি করেন।
সিপিআইএম নেতারা বলেন যে এ বিষয় সম্পুর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশের পুলিশ ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে ভারত সরকার। গতকাল এই চার্জশিট প্রকাশের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই হবে ক্ষোভে ফেটে পড়েন বামপন্থীরা। আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ সম্পুর্ণ দেশেই জনমত গড়ে তুলতে বিভিন্ন বিক্ষোভ ও ধিক্কার সভা অনুষ্ঠিত করে সিপিএম।
সেই কর্মসূচীকে সফল করতেই আজ রোববার, নদীয়ার বিভিন্ন প্রান্তের বামপন্থী মানুষরা পথে নেমেছে। আজ তাহেরপুর এরিয়া কমিটির ডাকে ওই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত একটি মিছিল তাহেরপুর বাপুজি নগর বাজার সংলগ্ন এলাকায় ধিক্কার সভায় পরিণত হয়।
এছাড়া শান্তিপুর এরিয়া কমিটির পক্ষে থেকে হরিপুরে, ফুলিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে বিডিও অফিস সন্নিহিত এলাকায় এ ধরনের বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।