দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জাতীয় কংগ্রেস মনে করে রিয়া চক্রবর্তীর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাই জনমত গড়ে তুলতে নদীয়া জেলায়ও বিক্ষোভে সামিল দলীয় সমর্থকরা। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে প্রধান আরোপি রিয়া চক্রবর্তীকে ড্রাগ নেওয়া, দেওয়া ও ক্রয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে নারকোটিক কনট্রোল ব্যুরো। বিভিন্ন সময়ে ইডি, সিবিআই আর এনসিবি’র অফিসারদের জেরার মুখে রিয়া জানায় সে সুশান্ত কে ড্রাগ দিয়েছে। রিয়ার স্বীকারোক্তির উপর নির্ভর করেই মুম্বাই থেকে গ্রেপ্তার হয়েছে বেশ কিছু মাদক ব্যবসায়ী সহ, বলিউডের পরিচিত মুখ।
কিন্তু যেহেতু মহারাষ্ট্র’র জোট সরকারে রয়েছে কংগ্রেস আর মহারাষ্ট্রের শিবসেনা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে রিয়াকে সমর্থন করছে সেই ধারাই অক্ষুণ্ণ রাখতে চাইছে কংগ্রেস ও। আজ সুবিচারের দাবিতে নদীয়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রতিবাদী মিছিল আয়োজন হয়।
ওই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন নদীয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। কংগ্রেস নেতৃত্বরা জানান-জাতীয় কংগ্রেস মনে করে অত্যন্ত সম্ভ্রান্ত সৈনিক পরিবারের মেয়ে রিয়া চক্রবর্তী বিরুদ্ধে বিহারের ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার। যে কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে ‘এনডিপিএস’ আইনে জামিন অযোগ্য মামলা রুজু করেছে কেন্দ্রীয় সরকার পরিচালিত এনসিবি।
বিক্ষোভ সভার আয়োজক জাতীয় কংগ্রেসের নদীয়া জেলা কমিটির নেতৃত্বের মতে সারা ভারতবর্ষের এই মূহুর্তে অর্থনৈতিক হতাশা, কর্মহীন মানুষের বিক্ষোভ আর নিজেদের দুর্নীতি লুকোনর জন্যে কেন্দ্রীয় সরকার অহেতুকভাবে নিজের মিডিয়া ও এজেন্সি ব্যবহার করে রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে কালিমালিপ্ত করছে। সমগ্র দেশের মতন পশ্চিমবঙ্গের সর্বত্র এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন তাঁরা।