দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা পরিস্থিতিতে এখন সামাজিক দূরত্ব বজায় রেখে চলাই এই রোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। বিভিন্ন বিধি নিষেধ কে সাথে করেই নিউ নরমাল জীবনে ফিরছে মানুষ। স্কুল, কলেজ বন্ধ, ছোট্ট কচি কাঁচাদের মন খারাপ। আর এই ছোট্ট আগামী সম্ভাবনাদের কে খুশি করতে রানাঘাট যুব তৃণমূল এক অভিনব উদ্যোগ নেয় আজ।
যখন পড়াশোনা অনলাইনে হতে পারে তবে কেন প্রতিযোগিতাও এই সারিতে পেছনে পড়ে রইবে? সেই ভাবনাকে সামনে রেখেই “ভার্চুয়াল অঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হলো আজ। উল্লেখ্য, এই ধরণের উদ্যোগ রানাঘাটে সর্ব প্রথম এবং একদম নতুন। আজ রানাঘাট ১৪ নম্বর ওয়ার্ডে ভার্চুয়াল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হলো। মোট ৪৮ জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
করোনা আবহে মমতা ব্যানার্জী’র আদর্শ ও অনুপ্রেরণাকে পাথেয় করে অনুষ্ঠিত এই ভার্চুয়াল ছবি আঁকা’র প্রতিযোগিতার প্রতিযোগিরা ঘরে বসেই ছবি আঁকে। আর সেই ছবি পাঠিয়ে দেওয়া হয় বিচারক মণ্ডলীর কাছে। অনলাইনে পাঠানো সেই আঁকা দেখে বিচারক’রা প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে বিচার করেন।
এই অঙ্কণ প্রতিযোগিতাব নিয়ে এলাকার মানুষের বক্তব্য, এত দিন ভার্চুয়াল সভা জেনেছি কিন্তু ভার্চুয়াল কোনো অঙ্কন প্রতিযোগিতা এই প্রথম রানাঘাটে। করোনা সংক্রমণ এর কথা মাথায় রেখে এমন অভিনব উদ্যোগ এই প্রসঙ্গে রানাঘাটের তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সম্পাদক কামনাশীষ চ্যাটার্জী বলেন, “এমন উদ্যোগ এর আগে কোথাও হয়েছে কিনা জানিনা। তবে করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে কচি কাঁচারা ঘরে বসেই আঁকবে এবং বিচারকদেরও ঘর থেকেই প্রতিযোগীদের স্থান নির্ধারণ এবং তাদেরকে পুরস্কৃত করা, এই সম্পুর্ণ বিষয়টিই অভিনব।”