দ্য ক্যালকাটা মিরর: ছ’মাস পর ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা ব্যানার্জী। তাঁর এই উত্তরবঙ্গ সফরের মূল উদ্দেশ্য উন্নয়নের কাজ খতিয়ে দেখা। আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে আর মাত্র ৫ মাস বাকি। তাই ভোটের আগেই যাতে উন্নয়নের কাজে গতি আনা যায় সেকারণেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর ৪ দিনের সফরে ৫ জেলার প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে।
নবান্ন থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ২১’শে সেপ্টেম্বর শিলিগুড়ি পৌঁছবেন তিনি। সেখানেই ২২ ও ২৩’শে সেপ্টেম্বর ৫ জেলার প্রশাসনিক বৈঠক করবেন। ২২’শে সেপ্টেম্বর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক। এরপরে বৈঠক হবে কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে নবান্ন সূত্রে খবর এই সমস্ত বৈঠকই শিলিগুড়ির উত্তরকন্যায় বসে সামলাবেন মমতা ব্যানার্জী। তবে অন্যান্য বারের মত এবার তাঁর কোনো জেলা সফরের পরিকল্পনা নেই। উত্তরবঙ্গের বৈঠক সেরে আগামী ২৪’শে সেপ্টেম্বরই মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা।
উল্লেখ্য, গত মার্চেই শেষ উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবার মালদায় প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে দিল্লি দাঙ্গা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছিলেন মূল ঘটনা থেকে নজর ঘোরাতেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে বাড়াবাড়ি করছে সরকার। কিন্তু এর পরই করোনার জেরে লকডাউন শুরু হয়ে যায়। লকডাউনের পর থেকে আর জেলা সফরে বা উত্তরবঙ্গ সফরে যাননি তিনি।