দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাবে বাংলাল বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। এবার সেই সমস্যার সমাধানে দিল্লির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখতে দিল্লিতেই রাজ্যের নিজস্ব ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করল নবান্ন। সূত্রের খবর, এই বিষয়ে শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি প্রকাশিত হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, সিনিয়র সাংবাদিক জয়ন্ত ঘোষালকে স্টেট আইটি অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লিতে এই পদে আসীন হয়ে জয়ন্ত ঘোষাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সমন্বয় রক্ষা করবেন। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ানও তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন। রাজ্যের আইটি সেলের দ্বায়িত্ব বকলমে তাঁর ঘাড়েই এসে পড়ল।
এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জয়ন্ত ঘোষাল রাজ্য সরকারের দ্বারা এই পদে নিযুক্ত হলেও তিনি তাঁর পূর্বের যাবতীয় পেশার সঙ্গে যুক্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তাঁর বসার জন্যে নিউ দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেণ্ট কমিশনারের অফিসে পৃথক অফিসের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, কলকাতা তথ্য কেন্দ্রেও তাঁর অফিস থাকবে।
উল্লেখ্য, জয়ন্ত ঘোষালের পেশাদার জীবনের শুরু বর্তমান পত্রিকায় লেখালেখি করে। এরপর সেখান থেকে সোজা আনন্দবাজার পত্রিকা। তিনি আনন্দবাজারের দিল্লি এডিশনের সম্পাদক হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকা ত্যাগ করে স্বাধীনভাবে লেখালেখি করছেন। দীর্ঘদিন দিল্লিতে সাংবাদিকতা করা জয়ন্ত ঘোষালের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর হাতের তালুর মত চেনা এর পাশাপাশি তিনি কিছুদিন ইন্ডিয়া টিভিতেও চাকরি করেছেন। স্বাভাবিক ভাবেই তাঁর এই ‘লিঙ্ক’ এবং ‘অভিজ্ঞতাকেই’ কাজে লাগতে চাইছে নবান্ন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কারণে রাজ্যের বকেয়া টাকা পাওয়া নিয়ে একটা অসহযোগিতার প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই নিয়ে বহুবার বহু মিটিং এই মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেছেন। এমনকী সম্প্রতি জিএসটির বকেয়া নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছেন রাজ্যের অর্থমন্ত্রীও।
নবান্নের মনে হয়েছে কেন্দ্র কোথাও ভুল বুঝছে তাই এবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধনে সিনিয়র সাংবাদিক জয়ন্ত ঘোষালকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করল নবান্ন। এই নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের কে জয়ন্ত ঘোষাল জানিয়েছেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমার কাজ হবে উন্নয়ন প্রশ্নে কেন্দ্র-রাজ্য সমন্বয়। আমার লক্ষ্য রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করা। আমি চেষ্টা করবো। কখনও সরকারের হয়ে সরাসরি কাজ করিনি, আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে।”