দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের ব্রাহ্মণদের সার্বিক উন্নতিকল্পে ‘ব্রাহ্মণ ভাতার’ ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী রাজ্যের পুরোহিতরা আমৃত্যু সরকারী কোষাগার থেকে ১০০০ টাকা করে বিশেষ ভাতা (Allowence) পাবেন। এর আগে ইসলাম ধর্মাবলম্বী ইমামদের জন্যে মুখ্যমন্ত্রী ‘ইমাম ভাতা’ চালু করেছিলেন, যা এখনো বর্তমান রয়েছে। উল্লেখ্য, এই ইমাম ভাতা চালু করা নিয়ে বিরোধীরা রাজ্যের বর্তমান সরকার কে তুলধনা করতে ছাড়েনি। মাননীয়া কে বিশেষ ধর্মাবলম্বীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগেও বিদ্ধ করেছেন বিরোধীরা। কিন্তু এবার ২০২১ এর নির্বাচন কে সামনে রেখেই মমতা ব্যানার্জী ‘সনাতন-গেম’ খেলছেন বলেও দাবি করছেন অনেকেই।
ইতিপূর্বে বিরোধীদের মতই রাজ্যের পুরোহিত ও পূজারীরাও বর্তমান সরকারের নীতি নির্দেশ নিয়ে দ্বিধান্বিত ছিলেন, তারাও বলতেন মুখ্যমন্ত্রী’র নীতি সঠিক নয়। কিন্তু এবার তাদের জন্যে ভাতা ঘোষিত হওয়াতে তাদের আনন্দের সীমা নেই।
তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী নিজে ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়াতে বুঝতে পেরেছেন জন্ম থেকে মৃত্যু এমনকি মৃত্যুর পরও পরলোকে ক্রিয়াকর্মাদি সম্পন্নকরা মূল ব্যক্তিরা কতটা ব্রাত্য এই সমাজ থেকে। তাই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যে এই পেশায় নব প্রজন্মের ছেলেমেয়েদের আকৃষ্ট করবে সে কথা ভেবেই তারা আনন্দিত।
আজ রাণাঘাট শহরের সকল পুরহিত’রা এই আনন্দে একটি আনন্দ মিছিলের কর্মসূচী পালন করেন। তাঁরা শহর প্রদক্ষিণ করে রানাঘাট পৌরসভায় এই মিছিল শেষ করেন । রাজ্যের মুখমন্ত্রী তাদের জন্য ভাতা’র ব্যবস্থা করাতে তাঁরা বিশেষ কৃতজ্ঞ ও আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ তাঁরা রাজ্যের মুখমন্ত্রীর প্রতি তাদের এই অনুভব জানাতে রানাঘাট শহর প্রদক্ষিণ করে রানাঘাটের পৌরসভার প্রশাসক কে ফুল দিয়ে সম্বর্ধনা দেন ও তাঁর হাতে মিষ্টি তুলে দেন।
এর পাশাপাশি রানাঘাটের পৌরসভা প্রশাসনের পক্ষ থেকেও রাজ্য সরকারের এই সাধু প্রচেষ্টাকে সম্মান জানিয়ে পুরোহিতদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। এই ভাতা গ্রহণের জন্যে নাম সংগ্রহের কাজে শুধু রানাঘাট নয় জেলার বিভিন্ন প্রান্তে বিধায়ক, পৌর প্রশাসক, পঞ্চায়েত সমিতি, এমনকি প্রধান উপপ্রধানেরাও ব্যস্ত।
সূত্রের খবর অনুযায়ী জানা যায় শুধুমাত্র আবেদনের ভিত্তিতে নয় বিভিন্ন জনপ্রতিনিধিদের সংগৃহীত নামের তালিকা অনুসন্ধান করে মিলিয়ে নিয়ে দেখার পর তবে এই মিলবে এই ভাতা। আগামী মাসে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। অনুমান করা যাচ্ছে পুজোয় শুধুমাত্র চালডাল আলু প্রণামী সামান্য অর্থ নয়! মিলবে আমৃত্যু সান্মানিক ১০০০ টাকাও।