26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    ব্রাহ্মণ ভাতা’র ঘোষণায় আনন্দিত ব্রাহ্মণেরা প্রদক্ষিণ করলো রাণাঘাট

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের ব্রাহ্মণদের সার্বিক উন্নতিকল্পে ‘ব্রাহ্মণ ভাতার’ ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী রাজ্যের পুরোহিতরা আমৃত্যু সরকারী কোষাগার থেকে ১০০০ টাকা করে বিশেষ ভাতা (Allowence) পাবেন। এর আগে ইসলাম ধর্মাবলম্বী ইমামদের জন্যে মুখ্যমন্ত্রী ‘ইমাম ভাতা’ চালু করেছিলেন, যা এখনো বর্তমান রয়েছে। উল্লেখ্য, এই ইমাম ভাতা চালু করা নিয়ে বিরোধীরা রাজ্যের বর্তমান সরকার কে তুলধনা করতে ছাড়েনি। মাননীয়া কে বিশেষ ধর্মাবলম্বীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগেও বিদ্ধ করেছেন বিরোধীরা। কিন্তু এবার ২০২১ এর নির্বাচন কে সামনে রেখেই মমতা ব্যানার্জী ‘সনাতন-গেম’ খেলছেন বলেও দাবি করছেন অনেকেই।

    ইতিপূর্বে বিরোধীদের মতই রাজ্যের পুরোহিত ও পূজারীরাও বর্তমান সরকারের নীতি নির্দেশ নিয়ে দ্বিধান্বিত ছিলেন, তারাও বলতেন মুখ্যমন্ত্রী’র নীতি সঠিক নয়। কিন্তু এবার তাদের জন্যে ভাতা ঘোষিত হওয়াতে তাদের আনন্দের সীমা নেই।

    তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী নিজে ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়াতে বুঝতে পেরেছেন জন্ম থেকে মৃত্যু এমনকি মৃত্যুর পরও পরলোকে ক্রিয়াকর্মাদি সম্পন্নকরা মূল ব্যক্তিরা কতটা ব্রাত্য এই সমাজ থেকে। তাই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যে এই পেশায় নব প্রজন্মের ছেলেমেয়েদের আকৃষ্ট করবে সে কথা ভেবেই তারা আনন্দিত।

    আজ রাণাঘাট শহরের সকল পুরহিত’রা এই আনন্দে একটি আনন্দ মিছিলের কর্মসূচী পালন করেন। তাঁরা শহর প্রদক্ষিণ করে রানাঘাট পৌরসভায় এই মিছিল শেষ করেন । রাজ্যের মুখমন্ত্রী তাদের জন্য ভাতা’র ব্যবস্থা করাতে তাঁরা বিশেষ কৃতজ্ঞ ও আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ তাঁরা রাজ্যের মুখমন্ত্রীর প্রতি তাদের এই অনুভব জানাতে রানাঘাট শহর প্রদক্ষিণ করে রানাঘাটের পৌরসভার প্রশাসক কে ফুল দিয়ে সম্বর্ধনা দেন ও তাঁর হাতে মিষ্টি তুলে দেন।

    এর পাশাপাশি রানাঘাটের পৌরসভা প্রশাসনের পক্ষ থেকেও রাজ্য সরকারের এই সাধু প্রচেষ্টাকে সম্মান জানিয়ে পুরোহিতদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। এই ভাতা গ্রহণের জন্যে নাম সংগ্রহের কাজে শুধু রানাঘাট নয় জেলার বিভিন্ন প্রান্তে বিধায়ক, পৌর প্রশাসক, পঞ্চায়েত সমিতি, এমনকি প্রধান উপপ্রধানেরাও ব্যস্ত।

    সূত্রের খবর অনুযায়ী জানা যায় শুধুমাত্র আবেদনের ভিত্তিতে নয় বিভিন্ন জনপ্রতিনিধিদের সংগৃহীত নামের তালিকা অনুসন্ধান করে মিলিয়ে নিয়ে দেখার পর তবে এই মিলবে এই ভাতা। আগামী মাসে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। অনুমান করা যাচ্ছে পুজোয় শুধুমাত্র চালডাল আলু প্রণামী সামান্য অর্থ নয়! মিলবে আমৃত্যু সান্মানিক ১০০০ টাকাও।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...