দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যে সরকারী গ্রুপ ‘ডি’ পদের পরীক্ষায় পাশ করেও চার বছর ধরে বৃথা অপেক্ষা! নিয়োগের ‘ন’ ও হয়নি। তাই খালি গায়ে ‘নাঙ্গা’ বিক্ষোভ প্রদর্শন করলেন নদীয়ার গ্রুপ ‘ডি’ পদের পরীক্ষায় পাস করা কর্মপ্রার্থীরা। উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্য সরকার গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের বিজ্ঞাপন দেয় বিভিন্ন সংবাদপত্রে। তার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে পরীক্ষা এবং ইন্টারভিউ হয়। তারপরেও এখনো সম্পূর্ণ নিয়োগ হয়নি ফলে যারা সফল হয়েছেন তারা এখনো নিয়োগ পত্র পাননি। দীর্ঘ ৪ বছর ধরে যারা নিয়োগের অপেক্ষায় আছেন তারা শুক্রবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে এসে ডেপুটেশন দেয়।


নিয়োগপ্রার্থীরা থালা হাতে নিয়ে দ্রুত নিয়োগ করার দাবীতে, গায়ের জামা খুলে প্রতিবাদের ভাষা হিসেবে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন। তাদের দাবি সরকার বিভিন্ন দপ্তরে ক্যাজুয়াল কর্মচারী দিয়ে কাজ চালাচ্ছে দীর্ঘদিন যাবত! নতুন রিক্রুটমেন্ট দূরে থাক, যারা পাস করে বসে আছে তাদের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই । দেখতে দেখতে চার বছর অতিক্রান্ত। কাজে যোগদানের নির্দিষ্ট কোন ‘দিনে’র আশ্বাস পাইনি এখনো।
এছাড়াও বিক্ষোভকারীরা আক্ষেপের সাথে জানান দীর্ঘ লকডাউনে সরকারি কর্মচারীদের একাংশ বাড়িতে বসেই মাইনে পেয়েছে! অথচ তাদের জোটেনি ন্যূনতম সংসার চালানোর খরচও। আর যদি সঠিক সময়ে তাদের কর্মে নিযুক্ত করা হতো তাহলে সরকার নির্ধারিত পুরো বেতনই তো পেতেন তারা।
তাই এই মূহুর্তে সরকার যখন পুরোহিত ভাতা দিতে পারছে তখন তাদের চাকরিও সরকার ব্যবস্থা করতে পারবে। তাই আরও একবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ ধৈর্য সহকারে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠান করেন তারা। তবে সেই সাথে তারা এই হুমকিও দেয় যে একই রকম পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।