28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    পাশ করেও ৪ বছর ধরে নিয়োগ বন্ধ, ক্ষোভে ‘নাঙ্গা মিছিল’ কৃষ্ণনগরের যুবকদের

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যে সরকারী গ্রুপ ‘ডি’ পদের পরীক্ষায় পাশ করেও চার বছর ধরে বৃথা অপেক্ষা! নিয়োগের ‘ন’ ও হয়নি। তাই খালি গায়ে ‘নাঙ্গা’ বিক্ষোভ প্রদর্শন করলেন নদীয়ার গ্রুপ ‘ডি’ পদের পরীক্ষায় পাস করা কর্মপ্রার্থীরা। উল্লেখ্য, ২০‍১৬ সালে রাজ্য সরকার গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের বিজ্ঞাপন দেয় বিভিন্ন সংবাদপত্রে। তার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে পরীক্ষা এবং ইন্টারভিউ হয়। তারপরেও এখনো সম্পূর্ণ নিয়োগ হয়নি ফলে যারা সফল হয়েছেন তারা এখনো নিয়োগ পত্র পাননি। দীর্ঘ ৪ বছর ধরে যারা নিয়োগের অপেক্ষায় আছেন তারা শুক্রবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে এসে ডেপুটেশন দেয়।

    নিয়োগপ্রার্থীরা থালা হাতে নিয়ে দ্রুত নিয়োগ করার দাবীতে, গায়ের জামা খুলে প্রতিবাদের ভাষা হিসেবে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন। তাদের দাবি সরকার বিভিন্ন দপ্তরে ক্যাজুয়াল কর্মচারী দিয়ে কাজ চালাচ্ছে দীর্ঘদিন যাবত! নতুন রিক্রুটমেন্ট দূরে থাক, যারা পাস করে বসে আছে তাদের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই । দেখতে দেখতে চার বছর অতিক্রান্ত। কাজে যোগদানের নির্দিষ্ট কোন ‘দিনে’র আশ্বাস পাইনি এখনো।

    এছাড়াও বিক্ষোভকারীরা আক্ষেপের সাথে জানান দীর্ঘ লকডাউনে সরকারি কর্মচারীদের একাংশ বাড়িতে বসেই মাইনে পেয়েছে! অথচ তাদের জোটেনি ন্যূনতম সংসার চালানোর খরচও। আর যদি সঠিক সময়ে তাদের কর্মে নিযুক্ত করা হতো তাহলে সরকার নির্ধারিত পুরো বেতনই তো পেতেন তারা।

    তাই এই মূহুর্তে সরকার যখন পুরোহিত ভাতা দিতে পারছে তখন তাদের চাকরিও সরকার ব্যবস্থা করতে পারবে। তাই আরও একবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ ধৈর্য সহকারে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠান করেন তারা। তবে সেই সাথে তারা এই হুমকিও দেয় যে একই রকম পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...