দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শিক্ষা নিয়ে সংঘাত লেগেই আছে কেন্দ্র রাজ্যের। এতদিন JEE ও NEET নিয়ে চলল রাজনৈতিক বকবিতণ্ডা এবার ময়দানে হাজির ইউজিসি- NET ২০২০’র পরীক্ষার রুটিন। যেখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুজোর মধ্যেই ফেলা হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার দিন। বাঙালীর সেরা উত্সব দুর্গাপূজা, আর সেই সময়ে পরীক্ষা! স্বভাবতই প্রতিবাদে সামিল তৃণমূল। এই বিষয়ে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলো।
উল্লেখ্য, আগামী ২৪’শে সেপ্টেম্বর থেকে ৫’ই নভেম্বর পর্যন্ত দেশজুড়ে দফায় দফায় অনুষ্ঠিত হতে চলেছে UGC-NET ২০২০ পরীক্ষা। আজ শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বিষয় ভিত্তিক পরীক্ষা সূচি প্রকাশ করেছে। আর সেই সূচী দেখেই তৃণমূলের অন্দরে ক্ষোভ তুঙ্গে, কারণ পড়ুয়ার বিশেষ করে যারা অধ্যাপনা করতে চান বিশ্ববিদ্যালয়ে তাদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার দিনই পড়েছে বাংলার বৃহত্তম উৎসব দুর্গাপুজো।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন টুইটারে পোস্ট করেছেন, ‘পরীক্ষার্থী এবং বাংলার সংস্কৃতির প্রতি নরেন্দ্র মোদীজির নির্লজ্জ অসম্মানসূচক আচরণ এবার প্রকাশ্যে এল। দুর্গাপুজোর মহাপঞ্চমী, মহাষষ্ঠী ও মহাসপ্তমীতে UGC NET পরীক্ষা আয়োজনের কী হাস্যকর সিদ্ধান্তই না নিয়েছে DG_NTA!’
উল্লেখ্য, করোনাকে পাশে রেখেই গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ও মহালয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে সেরা উৎসবের মরশুম। মল মাস হওয়ার জন্যে দুর্গাপূজা এক মাস পিছিয়ে আগামী ২২ থেকে ২৫ অক্টোবর পালিত হবে। এর পাশাপাশি, উত্তরভারত জুড়ে ১৭ থেকে ২৫ অক্টোবর পালিত হবে নবরাত্রি উৎসব। স্বাভাবিক ভাবেই এই আঞ্চলিক ও জাতীয় উৎসবের মধ্যেই এমন গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের পরীক্ষা আয়োজনের কারণে কেন্দ্রের বিরুদ্ধে অসংবেদনশীলতার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের পড়ুয়া ও অধিবাসীদের এক অংশ।
যদিও অভিষেকের এই টুইটের পালটা হিসেবে বিজেপির নেতৃত্ব রাহুল সিনহা বলেন, ‘তৃণমূলের সব কিছু নিয়েই রাজনীতি করার অভ্যাস রয়েছে। পরীক্ষা নিয়ে রাজনৈতিক স্লোগান তোলার প্রয়োজন নেই। দুর্গাপুজো ও NET পরীক্ষার দিন মিলে যাওয়ার বিষয়টি আমরাও জানি। পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন জেনে বিষয়টি নিয়ে আমরা কেন্দ্রের কাছে বিবেচনার জন্য আবেদন জানাব বলে ঠিক করেছি।’
প্রসঙ্গত, এর আগেও JEE ও NEET নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে যৌথ উদ্যোগে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকও করেছিলেন। যদিও তাদের সেই বিরোধীতা কোনোভাবেই পরীক্ষা আটকাতে পারে নি। যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ জানান যে, করোনা পরিস্থিতির কারণে প্রথম পরীক্ষার দিন ৭৫% পরীক্ষার্থী নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন।