দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে দিঘা (Digha) মোহনার একটি পাইকারি মাছের দোকান। যার জেরে সংলগ্ন একাধিক দোকান। দিঘা’র এই অগ্নিকান্ডে নষ্ট হয়েছে কয়েক লক্ষ টাকার ইলিশ মাছ। এই ঘটনার জেরে ব্যাপক ক্ষতির মুখে দিঘা’র মৎস ব্যবসায়ীরা ।
এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দিঘা মোহনার মৎস নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে আচমকাই আগুন লাগে । বাঁশ আর খড়ের ছাউনি হওয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ওই দোকানের পাশাপাশি মুহূর্তের মধ্যে ২ টি মাছের দোকান, ১ টি মাংসের দোকান,৩ টি কাপড় ও জুতোর দোকান, ৩টি সেলুন, ২ টি হার্ডওয়্যারের দোকান, ২টি খাবারের দোকান ভস্মীভূত হয়ে যায়। এমনকি আগুন ধরে যায় রাস্তার বিপরীতে থাকা অন্য ৬ টি দোকানেও।
আরও পড়ুন: হাতে মাত্র ২৮ দিন, পেট ভরে খান বাংলাদেশী ইলিশ, পেট্রাপোলে পৌঁছলো ১২ টন ইলিশ
আগুন ছড়িয়ে পড়তেই স্থানীয মানুষেরা জল দিয়ে আগুন নেভানোর পাশাপাশি খবর দেন দমকলে। স্বল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। যেহেতু ঘিঞ্জি এলাকা তাই উদ্ধার কাজে বেশ সমস্যার মুখোমুখি হন দমকলের কর্মীরা।
রবিবার ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি মোহনা বাজারের আগুন। এই বিধ্বংসী আগুনে অন্যান্য মাছের সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ইলিশ (Hilsa) মাছ। যদিও ব্যবসায়ীদের হিসেব অনুযায়ী সম্পুর্ণ বাজার মিলিয়ে ক্ষতি কোটি টাকার ওপরে। তবে এই আগুন কিভাবে লাগলো তার কারণ এখনো অধরা। আগুন সম্পুর্ণভাবে নেভার পরেই দমকলের কর্মীদের কাছে আগুন লাগার বিষয়টি স্পষ্ট হবে। যদিও এই মর্মান্তিক ঘটনায় প্রাণে না মরলেও, পেটের টানে মরতে হবে বলে মাথায় হতাশ হাত ব্যবসায়ীদের। এই ঘটনায় কলকাতা ও সংলগ্ন জেলা সহ গোটা রাজয়েই ইলিশের দাম আরও কিছুটা বাড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।