দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত ১৫’ই সেপ্টেম্বর নবান্নতে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি দিন তিনেকে’র জন্যে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। ২১-২৩ অথবা ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেনই মুখ্যমন্ত্রী এমনটাই সরকারী হিসেবে ঠিকঠাক ছিল। কিন্তু বাধ সাধলো প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২০-২২ দক্ষিণবঙ্গে’র এবং ২১-২৩ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সূত্রের খবর, এই রিপোর্টের ভিত্তিতেই শনিবার রাতে নবান্ন সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রীর সফর আপাতত স্থগিত। সেই সাথে রাজ্যের পুলিশ কমিশনার সহ সমস্ত জেলাশাসককে এই আসন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আগাম সতর্ক করেছে নবান্ন।
রবিবার সকালে সরকারের তরফ থেকে অফিসয়ালি জানানো হয়েছে আবহাওয়ার কারণেই মুখ্যমন্ত্রীর সফর পিছিয়ে দেওয়া হয়েছে। এই সফর আগামী ২৯-৩০ এই সময়সীমার মধ্যে সম্পন্ন হবে। উল্লেখ্য, দীর্ঘ ছ’মাস পর ফের উত্তরবঙ্গ সফরের জন্যে প্রস্তুত হয়েছেন মমতা ব্যানার্জী। তাঁর এই উত্তরবঙ্গ সফরের মূল উদ্দেশ্য উন্নয়নের কাজ খতিয়ে দেখা। আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে আর মাত্র ৫ মাস বাকি। তাই ভোটের আগেই যাতে উন্নয়নের কাজে গতি আনা যায় সেকারণেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর ৪ দিনের সফরে ৫ জেলার প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে।
আরও পড়ুন:করোনা আবহেই উন্নয়ন পর্যবেক্ষণে উত্তরের পথে মমতা ব্যানার্জী, থাকবেন ৩ দিন
প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার পর থেকে কেবলমাত্র আমফানের ক্ষয়ক্ষতি ও কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণের টাকা আদায়ের উদ্দেশ্যে দুই চব্বিশ পরগনা ছাড়া আর অন্য কোনও জেলায় যাননি মুখ্যমন্ত্রী। অন্যান্য জেলার আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই প্রশাসনিক বৈঠক করেছেন। তাই এই বছরের শুরুর দিক ছাড়া এই প্রথম জেলা সফরের কর্মসূচি নিয়ে উত্তর বাংলায় যাচ্ছেন মমতা।
গতকাল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে , উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার কারণে আগামী তিন থেকে চার দিন সারা বাংলায় জুড়েই দুর্যোগ চলবে। এই বিষয়ে নবান্নের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিভারী বৃষ্টি’র কারণে নদীগুলির জলস্তর বাড়তে পারে। এমন কী পাহাড়ি এলাকায় ধ্বস ও নামতে পারে।
এছাড়া রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের মতে ২০ তারিখ অর্থাৎ রবিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে ঘন্টায় ৪৫-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ বঙ্গের জেলাশাসকদের উদ্দেশে বলা হয়েছে, দ্রুত সমস্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহন করতে। এই দুই জেলার মৎস্যজীবীদের সমুদ্রে বা নদীতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।