26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    নিউ নরম্যালে এবার শিয়ালদা ডিভিশনে ছুটবে মুম্বাই লোকাল

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহে জনমানবহীন শিয়ালদহ সেজে উঠেছে নতুন করে। করোনা যেন নতুন ছন্দে-গন্ধে ফিরিয়ে দেবে সেই পুরোনো কিন্তু নতুন শিয়ালদহ স্টেশন। ইতিমধ্যে সেজেছে স্টেশন অন্দর হয়েছে লাউঞ্জ আর শপিং মল ও। কিন্তু শুধু স্টেশন সাজলেই হবে না এবার চমক আসছে লোকাল ট্রেনেও।

    রেল দপ্তর সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে মুম্বাই লোকাল ট্রেনের রেকের আদলে তৈরি রেক এবার এখানেও ছুটবে। আর এই নতুন প্রতিটি রেকই হবে ১২ কোচের। ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনের বারাসত কারশেডে এই রেকের ট্রায়াল চলছে।

    মুম্বাই লোকাল, শিয়ালদহ ডিভিশনে

    রেল কতৃপক্ষ তরফে থেকে জানানো হয়েছে, ভিড়ে কমিয়ে করোনা সংক্রমণ ঠেকাতেই এই নয়া উদ্যোগ।উল্লেখ্য, রেলের এই প্রোজেক্টের দায়িত্বে আছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বম্বার্ডিয়ার সংস্থা। এই সম্পূর্ণ নতুন ধাঁচের এই লোকাল ট্রেনের রেকের ছাদে থাকবে, মেট্রো রেলের মতো রুফ মাউন্টেড এয়ার প্যানেল। এই রেকগুলি পুরনো রেকের তুলনায় বেশ হালকা হওয়াতে এদের গতি সর্বাধিক ১১০ কিমির স্কেল ছুঁতে পারবে সহজেই। গতি বাড়বে। সেই সাথে ট্রেনে থাকছে জিপিএস নিয়ন্ত্রিত ব্যাবস্থা ও মহিলা কামরায় থাকছে সিসি ক্যামেরার সুবিধা।

    বিশেষজ্ঞদের মতে, এই ট্রেনের প্রতি কামরায় প্রায় ১৬ হাজার ঘনমিটার মুক্ত বাতাস ঢুকতে পারবে ও তা কামরার ভেতরে খেলতেও পারবে। এছাড়াও দুটি যাত্রী বসার আসনের দুরত্ব থাকছে অনেকটা বেশি। ফলে সোশ্যাল দূরত্ব বজায় রাখতে সুবিধাই হবে।

    এই পরিষেবা সাধারণের জন্যে শুরুর আগে রেলে স্টাফদের নিয়ে একবার যাত্রা করবে এই ট্রেন। সমস্ত বিষয় ঠিক থাকলে তবেই সাধারণ এর জন্যে পরিষেবার গ্রিন সিগন্যাল পাবে এই নতুন রেক।

    রেল আধিকারিকদের দাবি এই রেক এ সমস্ত দূরত্ববিধি মেনেই লোকজন চলাচল করতে পারবে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিত SOP অনুসরণ করেই চালু হবে এই লোকাল ট্রেন পরিষেবা। তবে দৈনিক ৩০ লক্ষ মানুষকে সুশিক্ষিত রেখে তা কতটা বাস্তবায়িত করা সম্ভবপর হবে, এখন অপেক্ষা শুধু সেই সময়ের।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...