দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। এমনকি টিকটক বাতিল হওয়ার পরেও তিনি মোদি সরকার কে দোষারোপ করতে ছাড়েননি। কিন্তু এই সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের অনুমতি না নিয়েই ভিডিও চ্যাট অ্যাপে ব্যবহার করা হচ্ছে তার ছবি। এই ঘটনা সামনে আসতেই উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়ে কলকাতা পুলিশের সাইবার বিভাগের কাছে দ্বারস্থ হলেন তিনি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে তৈরি এই সাংসদ অভিনেত্রী।
উল্লেখ্য, ‘লকডাউনে ঘরে বসে বানান নতুন বন্ধু- ভিডিয়ো চ্যাট অ্যাপের এমনই এক ফেসবুক বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে অভিনেত্রী-সাংসদ নুসতর জাহানের ছবি। কোনওরকম অনুমতি না নিয়েই ফ্যান্সিইউ নামের ওই ভিডিয়ো চ্যাট সংস্থা নুসরতের ছবি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করেছে। এই পোস্ট ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে নায়িকার। সোমবার টুইটারে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান বসিরহাটের তৃণমূল সাংসদ।
এই বিষয়ে তিনি কলকাতা পুলিশ ও কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার অফিসিয়্যাল টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে লেখেন- ‘এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না- অনুমতি ছাড়া এইভাবে ছবির ব্যবহার। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি। আমি বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেব’।
নুসরতের এই টুইট দেখা মাত্রই কলকাতা পুলিশের তরফে জানানো হয়- সংশ্লিষ্ট বিষয় এই অভিযোগ নথিভুক্ত করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সেই বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে লাল পোশাক পরা অভিনেত্রী নুসরত জাহানের একটি ছবি। পাশে আরও একটি মেয়ের ছবিও রয়েছে। কিন্তু একটি ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপনে অনুমতি ছাড়া কীভাবে কোনও ব্যক্তির ছবি ব্যবহার করতে পারে? এই ইস্যুকে কেন্দ্র করেই আপাতত শোরগোল নুসরতের সোশ্যাল মিডিয়ায়।
এদিন বিকালেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করলেন নুসরত জাহান। যেখানে অভিযোগ করা হয় যে ‘ ফেসবুক বিজ্ঞাপনের জন্য অনুমতি না নিয়ে ছবি ব্যবহার করা হয়েছে ফ্যান্সিইউ নামের এক ভিডিয়ো চ্যাটের তরফ থেকে’।


নুসরত জাহানের অভিযোগের প্রতিলিপি
নুসরত অভিযোগের কপিতে এও জানিয়েছেন যে- ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটি একটি ডেটিং অ্যাপ। যা গুগল প্লে স্টোরে রয়েছে। এই বিজ্ঞাপনটি ভুয়ো এবং কুত্সা ছড়ানোর জন্য ব্যবহৃত। আমার পক্ষে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকে আর্জি জানাচ্ছি যে দয়া করে তাঁরা যেন সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। প্রয়োজনে তিনি আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত থাকবেন।