দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল থেকে ভক্তদের জন্যে খুলতে চলেছে আন্তর্জাতিক ইসকন মায়াপুর মন্দিরের অতিথি নিবাস। বিগত এক মাস আগে সর্বসাধারণের জন্যে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ হটাত্ বেড়ে যাওয়ায় গত ৯’ই আগস্ট থেকে তা বন্ধ করে দেওয়া হয়। সেইসময় মন্দিরের সমস্ত আবাসিক ভক্তদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। আর তাতে জানা যায়, সেখানকার আবাসিকদের অনেকের দেহেই করোনা অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। তাই কোনওরকম ঝুঁকি না নিয়েই বন্ধ করে দেওয়া হয় মন্দির।


তবে এবার ভক্তদের জন্য আগামীকাল থেকেই খুলে যাচ্ছে ইসকন মায়াপুর মন্দিরের অতিথি নিবাস ও প্রসাদ ব্যবস্থা। আগে মন্দির খোলার সময় মন্দিরের ঠাকুর দর্শন করার উপায় থাকলেও প্রসাদের ব্যবস্থাপনা চালু করা হয়নি। তাই আগামীকাল থেকে সর্বসাধারণের সুবিধার্থে খুলে যাচ্ছে গদা ভবনের ভোজনালয় কেন্দ্র। যেখানে ৭০টাকার কুপন কেটে সবাই প্রসাদ খেতে পারবেন।


এছাড়া যারা ইসকন মন্দিরের ভেতর অবস্থিত গদা ভবন অতিথিনিবাসে থাকতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন বা সরাসরি ইসকনে এসেও বুকিং করতে পারবেন। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে আগের মতোই মানতে হবে কোভিড প্রোটোকল। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই পুজো আর দর্শনের ব্যবস্থা করা
হয়েছে।
এবিষয়ে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক বলেন,”আগামীকাল থেকে খুলে যাচ্ছে গদা ভবনের অতিথি নিবাস ও ভোজনালয়। তবে সরকারি বিধিনিষেধ মেনে মাস্ক পড়ে, স্যানিটাইজ করেই তবে ইসকন প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হবে”।