দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: টানা তিন দিনের ধসে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত। উল্লেখ্য, প্রবল বৃষ্টির কারণে সোমবার, মঙ্গলবারের পর বুধবার ও উত্তরবঙ্গের রাস্তায় ফের ধস নামল। এই দুর্ঘটনার জেরে ৩১ নম্বর জাতীয় সড়ক সম্পুর্ণ অবরুদ্ধ। বন্ধ হয়ে গিয়েছে যাবতীয় গাড়ি চলাচল। এই ঘটনায় শিলিগুড়ির সঙ্গে সিকিম, ডুয়ার্স ও দার্জিলিংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন।
প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর চেষ্টা করছে। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটানা বৃষ্টি। যদিও এই ভাঙ্গা ও অবরুদ্ধ এই ভোগান্তি কতক্ষণ চলবে তা এখনো জানাতে পারেননি প্রশাসনের আধিকারিকরা।
এছাড়াও সোমবার ও মঙ্গলবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কের একই জায়গায় ধস নামে। এর ফলে বন্ধ হয়ে যায় সিকিমের সাথে শিলিগুড়ির যোগাযোগ। অসংখ্য গাড়ি দাঁড়িয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়কের ওপরে। প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও এদিন অর্থাত্ , বুধবার সকালে ৩১ নম্বর জাতীয় সড়কে আরও একটি বড়সড় ধস নামে। দু’জায়গায় নামা ধসের জেরে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
সূত্রের খবর, এদিন সকালে সেবক কালীবাড়ির কাছে প্রথম ধস নামে আর দ্বিতীয় ধসের ঘটনাটি ঘটেছে সেবক করোনেশন সেতুর কাছে। শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স এবং অসমেরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায়।