দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফের রাজ্যের আর এক মন্ত্রী করোনায় আক্রান্ত। এবার করোনা’র কবলে মেদিনীপুর বিধানসভা আসনের হেবিওয়েট নেতার পরিবার। করোনা পজিটিভ হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ও জনপ্রিয় তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাত্ বৃহস্পতিবার দুপুরে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। তাই আরটি-পিসিআর টেস্ট তথা সোয়াব টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে।
সূত্র মারফত জানা গেছে চিকিৎসকদের পরামর্শ ফের একবার চেক-আপ করা হবে পরিবহণ মন্ত্রীর।প্রসঙ্গত প্রথমে শুভেন্দুবাবুর ভাইপো করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার পর কোভিডে আক্রান্ত হন শুভেন্দু বাবুর বড় ভাই। বর্তমানে তাঁরা সুস্থ্। রাতে রিপোর্ট হাতে পাওয়ার পর থেকে বাড়িতেই আইসোলেশনে নিজেকে আড়াল করেছেন তিনি। সূত্রের খবর, আপাতত তাঁর মৃদু উপসর্গ রয়েছে। আজ, শুক্রবার তিনি কলকাতার কোনো বেসরকারী হাসপাতালে ভর্তি হতে পারেন।
এর পাশপাশি, একইসাথে এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন শুভেন্দু অধিকারীর মা গায়েত্রীদেবীও। মূলত : তাঁকে নিয়েই উদ্বেগ বেড়েছে গোটা অধিকারী পরিবারের। এর সঙ্গত করোন ও রয়েছে। কিছুদিন আগেই গায়েত্রীদেবীর অস্ত্রোপচার হয়েছিল। কোমর্বিটি থাকায় করোনা সংক্রমণে প্রাণ সংশয়ের ঝুঁকি থাকায় তড়িঘড়ি বৃহস্পতিবার রাতে তাঁকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর চিকিৎসকদের বিশেষ নজরদারিতে রয়েছেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ায় এক স্মরণসভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু, আর সেই সভায় বহু মানুষ উপস্থিত ছিলেন। ওই কারণে অধিকারী পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যাতে বিগত ক’দিনে শুভেন্দু অধিকারীর সংস্পর্শে যারা এসেছেন তারা সকলেই যেনো প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলেন ও নিজেদের করোনা পরীক্ষা করান।
প্রসঙ্গত, ইতিমধ্যে তৃণমূলের মন্ত্রিসভা সভা সহ বেশ কয়েকজন নেতাও সম্প্রতি করোনার কবলে পড়েছেন। এই তালিকায় রয়েছে সুজিত বসু, স্বপন অধিকারী, জীতেন্দ্র তিওয়ারির মতো নেতৃত্ব। যদি এদের মধ্যে সিংহভাগই এখন এই মারণ ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে গায়েত্রী দেবীর সুস্থতা সহ দলের জনপ্রিয় নেতার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করা হচ্ছে।