31 C
Kolkata
Tuesday, October 4, 2022
More

  অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ কাঁথি’র মেয়ে

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ নিজের নাম প্রবেশ করিয়ে রেকর্ড গড়লেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার উত্তর খাসদা গ্রামের বাসিন্দা অমৃতা নায়েক। অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে এই অনন্য নজির গড়েছেন তিনি।

  কাঁথি থানার হৈপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর খাসদা গ্রামের গোবিন্দ নায়েকের একমাত্র কন্যা অমৃতা নায়েক এই ছবি আঁকার কারণ সম্পর্কে জানান-” সমাজের প্রতি আমার একটাই বার্তা,দেশের কেউ যেন অভুক্ত না থাকে।” আর সেই অসামান্য শিল্প কীর্তি’র জন্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ে সে খুবই খুশি।

  মেয়ের এই সাফল্যে খুব খুশি অমৃতার পরিবারও। ইন্ডিয়া বূক অফ রেকর্ডস এ নাম ওঠার এই খবর ছড়িয়ে পড়তেই অমৃতার অসংখ্য অনুরাগী ও পাড়া প্রতিবেশী ভিড় জমান তাঁর বাড়িতে। কেউ অমৃতাকে মিষ্টি মুখ করান কেউ আবার ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনাও জানান।

  প্রসঙ্গত সাতমাইল সংলগ্ন উত্তর খাসদার অমৃতা কোলকাতার স্বর সংগম (বিড়াল একাডেমি অফ আর্ট এন্ড কালচার) এর কৃতি ছাত্রী। ছোট বেলা থেকেই ছবি আঁকতে পারদর্শী অমৃতা নিজের শিল্প সৃস্টিতে ইতিমধ্যেই অসংখ্য অনুরাগী ও নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে বাজিমাৎ করেছেন।

  এবার অর্ধেক চালের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লেন। ভবিষ্যত্‍ ভাবনা সম্পর্কে অমৃতাকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে আগামী দিনে নিত্য নতুন ভাবনাকে কেন্দ্র করে ছবি এঁকে আরও বড় মানে ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চান তিনি।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  ভারতে তরুণ প্রাপ্তবয়স্কের মধ‍্যে বাড়ছে হার্ট অ‍্যাটাকের আশঙ্কা , বলছে সমীক্ষা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ভারতে তরুণ প্রাপ্তবয়স্কের মধ‍্যে হার্ট অ‍্যাটাকের আশঙ্কা ক্রমশ বাড়ছে। ‘কার্ডিয়োলজিক‍্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’-র সাম্প্রতিকতম...

  দেখে নিন বিজয়া দশমীর নির্ঘণ্ট , জানুন এই দিনটির মাহাত্ম্য

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : অসত্যের ওপর সত্যের জয়ের উৎসব বিজয়াদশমী। আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিটি বিজয়া দশমী...

  হিন্দু মহাসভার পুজোয় মহিষাসুর রূপে গান্ধীজী ! তুঙ্গে জোর বিতর্ক

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা-সহ সারা রাজ্য জুড়ে বিরাট ধুমধাম করে পালন করা হচ্ছে দুর্গাপুজো। অন্যদিকে দানা বেধেছে...

  বদলে যাচ্ছে ট্রেনের টাইমটেবিল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ভারতে দু’কোটি ২৩ লক্ষ মানুষ প্রতি দিন ট্রেনে যাতায়াত করেন। কর্মস্থলে যাওয়ার জন্য লোকাল,...

  চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত , বৃষ্টিতে ভিজবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওই ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তমী থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে...