দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কয়েক বছর ধরেই আবহাওয়া বড় খামখেয়ালী। হেরফের হচ্ছে বর্ষার শুরু আর শেষের দিন। তবে দিল্লির মৌসম ভবন জানিয়েছে, এ বছরের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বিদায় নিতে পারে বর্ষা। সাধারণভাবে পূর্ব ভারতে বর্ষা বিদায় নেওয়ার কথা ৮ থেকে ‘ই অক্টোবর এর মধ্যে। কিন্তু এবার বেশ কিছুদিন দেরীতেই বিদায় নেবে বর্ষা।
দেরিতে বর্ষা বিদায়ের কারণে এবার রাজ্যগুলি অনেক বেশি বৃষ্টি পেয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তর প্রদেশ, আসাম ও বিহারের। এখনো যা খবর তাতে আগামী সোমবার থেকে রাজস্থানে বর্ষা বিদায় নিতে শুরু করবে; এর পর ধীরে ধীরে পূর্ব ভারতের দক্ষিণের দিকে এগোবে মৌসুমী বায়ু।
এবছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা বর্ষা স্থায়ী হয়েছে। তবে পুজোর সময় বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে প্রবল বর্ষণ চলেছে। আজ উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বর্ষা দেরিতে যাওয়ার কারণে এ বছর কৃষকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
উল্লেখ্য,যদিও মৌসম ভবন আগেই স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী বৃষ্টি হয়েছে ভারতে। অনেক জায়গায় ভালো বর্ষা হয়েছে; অসম,বিহার, কেরল প্রবল বৃষ্টি হয়েছে এবছর। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।