দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নবান্ন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালনকারী সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আগামী ১’লা অক্টোবর থেকে মুখ্য সচিবের দায়িত্ব নিতে চলেছেন। বর্তমান মুখ্য সচিব রাজীব সিংহ’র পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ৩০’শে সেপ্টেম্বর অবসর নিচ্ছেন রাজীব বাবু।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলার জেলা শাসক হিসেবে দ্বায়িত্ব পালনকারী আলাপন বাবু, ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। তিনি তাঁর চাকরি জীবনের শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ছিলেন। শুধু DM হিসেবে নন, কলকাতা পুরসভার কমিশনারও ছিলেন দীর্ঘদিন। এছাড়াও সচিব হিসেবে সামলেছেন রাজ্যের পরিবহণ দফতরও।
সূত্রের খবর, রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হতে চলেছেন স্বরাষ্ট্র এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ই। যদিও আগামী ২০২১ সালের মে মাসে তাঁর অবসর নেবার সময়সীমা। এখনো অবধি যা আভাস তাতে সব ঠিক থাকলে, আগামী বিধানসভা নির্বাচন পর্বে আলাপন বন্দ্যোপাধ্যায়ই থাকবেন রাজ্যের মুখ্য সচিব।
কিন্তু নবান্নের অন্দরে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব হলে তাঁর জায়গায় স্বরাষ্ট্র সচিব কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। যা শোনা যাচ্ছে তাতে ওই ১৯৮৭ আইএএস (IAS) ব্যাচের আর এক অফিসার সুনীল গুপ্তা স্বরাষ্ট্র সচিবে দৌড়ে এগিয়ে রয়েছেন। অফিসার গুপ্তা এই মূহুর্তে রাজ্যের বর্তমান কৃষি সচিব। তবে নবান্নের এক আধিকারিকের মতে আগামী দু’এক দিনের মধ্যেই গোটা বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।