29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    এবার ৫০০ বছরের প্রাচীন আগমেশ্বরী কালী মাতার পুজোতেও করোনা বিধিনিষেধ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই প্রথম নদীয়ার শান্তিপুরে পাঁচ শতাধিক বছরের পুরোনো শ্রী শ্রী আগমেশ্বরী পুজোর চলে আসা প্রচলিত প্রথাতে বেশকিছু পরিবর্তন আনলেন পুজো কমিটি। সূত্রের খবর, এই বছর করোনা সতর্কতায় শ্রী শ্রী আগমেশ্বরী মাতা পূজার চিরাচরিত রীতি ভেঙে যে সব বিধি নিষেধ মেনে পুজো হবে। সেই ক্ষেত্রে পুজোর পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে।

    সূত্র মারফত জানা গিয়েছে মাতৃ প্রতীমার উচ্চতা একই থাকলেও ভক্তদের কাছে কোনো ধরণের পুজো নেওয়া হবেনা, প্রতিবার যে ১৪ কুইন্টাল ভোগ হয় এবার তা হবেনা। করোনা পরিস্থিতিতে ভোগ প্রসাদ এবং কাটা ফল দেওয়া হবেনা, অঞ্জলী নেওয়া হবেনা, মানত কারীদের ধুনো পোড়া ও বলির রক্ত দেওয়া হবেনা। তবে কেউ যদি একান্তই পুজো দিতে ইচ্ছুক তবে তা আগের দিন মন্দিরে জমা করে দিতে হবে।

    এছাড়াও মন্দির কমিটি জানিয়েছে যে যদি কেউ বস্ত্র, গহনা, এবং শুকনো ফল দিতে ইচ্ছুক সেটা গৃহীত হবে। তবে বস্ত্র ও গহনা স্যানিটিইজ করে দিতে হবে।

    এবার প্রতিমা দর্শনের ক্ষেত্রেও লাগু হয়েছে বেশ কিছু বিধি নিষেধ। মণ্ডপ প্রাঙ্গণে দাঁড়িয়ে কোনভাবেই ঠাকুর দেখা যাবেনা, নির্দিষ্ট পথ ধরে ধর্শনার্থীদের এগিয়ে চলার গতি চলমান রাখতে হবে। কোথাও ভিড় করা যাবে না। মন্দির চত্ত্বরে ঢোকার সময়ে অবশ্যই মুখে থাকতে হবে মাস্ক।

    এবার প্রতিমা বিসর্জন হবে বিকেল ৪ ঘটিকায়। যদিও প্রতি বছরের মত একই পথ ধরে আগমেশ্বরী মাতা নিরঞ্জনের পথে যাবেন মন্দির কতৃপক্ষ। কিন্তু নিরঞ্জনের অনুষ্ঠানে অংশগ্রহণে মুখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যাবহার করতে হবে।

    প্রসঙ্গত উল্লেখ্য,গত বছর একমাত্র এই পুজো কমিটিই পূজো সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম প্লাস্টিক বর্জন করে। তাদের কথায় ভক্তবৃন্দ অর্থাৎ সন্তানের মঙ্গল সাধিত হলে তবেই খুশি থাকেন মা। তাই করোনা আবহই এ ধরণের বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তনের অন্যতম কারণ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...