দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব হচ্ছেন শ্রী হরেকৃষ্ণ দ্বিবেদী। সোমবারই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান মুখ্যসচিব রাজীব সিংহ। তাঁর জায়গায় আসছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য,১৯৮৭-র ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় এত দিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও সংসদ বিষয়ক এবং তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বও তাঁর হাতে ছিল। এতদিন স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন আলাপনবাবু। রাজীব সিনহাকে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। তাঁর মেয়াদ তিন বছর। ১’লা অক্টোবর থেকে তাঁর কার্যকাল শুরু হচ্ছে।


উল্লেখ্য, ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরি জীবনের শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলার জেলা শাসক ছিলেন। দীর্ঘদিন কলকাতা পুরসভার কমিশনারও ছিলেন। এছাড়াও কর্মজীবনের অনেকটা সময় সচিব হিসেবে সামলেছেন পরিবহণ দফতর।
যদিও আগামী ২০২১ সালের মে মাসে অবসর নেওয়ার কথা আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তবে আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচন পর্বে আলাপন বন্দ্যোপাধ্যায়ই থাকবেন রাজ্যের মুখ্য সচিব।