দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ঠিক ছিল গত ২৩ এই তিনি থাকবেন উত্তর বঙ্গে, কিন্তু বাধ সাধলো বর্ষা, টানা ৫ দিনের বর্ষায় উত্তর বঙ্গের জনজীবন বিপর্যস্ত। আর এরই মাঝে তিন দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার বিকেলে শিলিগুড়ি পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর সফরসূচী অনুযায়ী মঙ্গল ও বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক হবে। উল্লেখ্য, করোনা আবহে প্রায় ৬ মাস পর আবার তিনি উত্তরবঙ্গ পৌঁছলেন। তাঁর এই সফরের নাম ‘উন্নয়ন পর্যালোচনা’। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে সরকারী প্রকল্পগুলির কাজে গতি আনতে তাঁর এই সফর।
সূত্রের খবর সোমবার শিলিগুড়ি পৌঁছেই উত্তরকন্যা অতিথিনিবাসে ওঠেন মমতা ব্যানার্জী। মঙ্গলবার এখানেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জেলাশাসক, পুলিশ কর্তাদের সাথে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। এর পর বুধবার কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করবেন।
তবে বিধানসভা নির্বাচন ও দূর্গাপূজার প্রাক্কালে তাঁর উত্তরবঙ্গ সফরকে রাজনৈতিক বিশেষজ্ঞরা কূটনৈতিক চাল হিসেবেই দেখছেন। কারণ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। তাই বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ নিয়ে বাড়তি সাবধানী মুখ্যমন্ত্রী।
উত্তরের মানুষের মন পাওয়ার জন্যে কোথায় কোন কাজ কী অবস্থায় রয়েছে। সরকারি প্রকল্পগুলিরই বা অগ্রগতি কী, বৈঠকে সে সব প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সাথে কাজ দ্রুত খতম করার নির্দেশ ও জারি হতে পারে এই বৈঠক থেকে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।