30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    উন্নয়ণের জোয়ার এবার উত্তরে, মন পেতে দু হাতে উজাড় করে দিচ্ছেন মমতা ব্যানার্জী

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পাহাড় ও তরাই-ডুয়ার্সের ৫ জেলার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি হস্তান্তর করেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে শিলান্যাস করেন মেডিক্যাল কলেজ হাসপাতালের। এর পাশাপাশি উত্তর বঙ্গে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নে অর্থ বরাদ্দও করেন মুখ্যমন্ত্রী।

    তবে এই কাজ করতে মুখ্যমন্ত্রীকে হিল্লিদিল্লি করতে হয় নি। এদিন দূরনিয়ন্ত্রিত (Remote cntrol) ব্যবস্থার সাহায্যেই তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিলান্যাস করেন। সেই সাথে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ১০৪ একর জমির কাগজ তুলে দেন বিমানপত্তন প্রাধিকরণের হাতে। এই সম্প্রসারণের কাজ শেষ হলে বাগডোগরা বিমানবন্দরের বিমান চলাচল ও যাত্রী ধারণের ক্ষমতা আরও বাড়বে বলে জানান মমতা ব্যানার্জী।

    এছাড়া গতকাল ১৬১ জন আত্মসমর্পণকারী কেএলও জঙ্গিকে হোমগার্ডের চাকরিতে নিয়োগ করেন রাজ্যের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী। তবে এত কিছু উপহার দেওয়ার শেষেও মুখ্যমন্ত্রী’র গলায় ছিল আক্ষেপের সুর। তিনি দু:ক্ষ করে বলেন যে, উত্তরবঙ্গের জন্য এত করছি আগেও করেছি তবুও মানুষের সাড়া পাইনি। মুখ্যমন্ত্রী’র ইঙ্গিত যে গত লোকসভা নির্বাচনের ফলের দিকেই সেকথাই তাঁর এই আক্ষেপে জড়িয়ে রয়েছে।

    উপরের কাজগুলো ছাড়াও রাজবংশী ভাষা অ্যাকাডেমির জন্য মুখ্যমন্ত্রী ৫ কোটি টাকা অনুদান ঘোষণা করেন। আর এর সাথে ১০ কোটি টাকা অনুদান দেন রাজবংশী উন্নয়ন ও সংস্কৃতি পরিষদকে।

    মুখ্যমন্ত্রীর এই কল্পতরু রূপ দেখে বিরোধীরা কটাক্ষ করে বলছে, উনি তো ভোট কিনছেন, থোড়াই মানুষকে ভালবেসে এসব করছেন। ওনার যদি করার ইচ্ছাই থাকতো তাহলে সেটা প্রতিবার ভোটের আগে এসেই মনে পড়ে কেনো। উত্তর বঙ্গের মানুষ ভেটে মন ভেজায় না, তারা ভালোবাসা চায়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ‘উত্তর বঙ্গের আবহাওয়ার মতই ওখানকার অধিবাসীদের মন’, তাই হাওয়া আদৌ পালটাবে না তৃণমূলের জন্যে বৃষ্টিচ্ছায় অঞ্চলই হয়ে থাকবে সেটা উত্তর দেবে EVM’ই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...