দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশবাসীর উদ্দেশ্যে ‘লকডাউনের’ ঘোষণা করে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছিলেন দেশ জুরে তেমনি উত্তর ২৪ পরগণার দেগঙ্গার যাদবপুর থেকে লকডাউন নিয়ে ভুয়ো পোস্ট করে গ্রেফতার হল এক নকল মোদী হতে চাওয়া যুবক। সহিদুল ইসলাম নামে ওই যুবককে বুধবার গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনার সূত্রপাত হয়েছিল মঙ্গলবার দুপুরে। হঠাৎই সোসাল মিডিয়ায় একটি পোস্ট ভায়রাল হয়ে পড়ে। পোস্টে লেখা ছিল, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের ১৪ দিনের লকডাউন ঘোষণা করতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এমনকী জেলাশাসক চৈতালি চক্রবর্তী ইতিমধ্যে নতুন করে লকডাউনের নির্দেশিকা জারি করেছেন বলেও জানানো হয়ছিল সেই পোস্টে। সেই সাথে জুড়ে দেওয়া হয়েছিল একটি টিভি চ্যানেলের সংবাদের পুরনো খবরের অংশ বিশেষ।
স্বাভাবিক ভাবেই যেখানে উত্তর ২৪ পরগণাতে সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলেছে সেখানে এই ধরণের খবর বিশ্বাস যোগ্যতা অর্জন করতে বেশি সময় ব্যয় করেনি, অল্প কয়েক ঘণ্টার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। খবরের জেরে একের পর এক ফোনকল আসতে থাকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে। জেলাশাসক চৈতালি চক্রবর্তী এই ভুয়ো খবরের চাপে তিতিবিরক্ত হয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হয় পোস্টের কুশীলবের।
বারাসাত থানার সাইবার সেল এমনিতেই খুব ভাল কাজ করছে । সেই সাইবার সেলের সহায়তাতে আইপি ট্রেস করে বুধবার সকালে খোঁজ মেলে এক যুবকের। জেরার মুখে জানতে পারা যায় সহিদুল ইসলাম নামে দেগঙ্গার বাসিন্দা ওই যুবকই প্রথম ভুয়ো পোস্টটি সোসাল মিডিয়াতে ছাড়েন। অবশেষে সহিদুলকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। এই ভুয়ো খবর ছড়ানোর পেছনে তার কী উদ্দেশ্য ছিল তা জানতে হেফাজতে নিয়ে জেরা করছে বারাসাত থানার পুলিশ।