দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত বরাহনগরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে। ওইদিনই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রুটিন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তাপসবাবু। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তার হাতে রিপোর্ট আসে। জানতে পারেন তিনি সংক্রমিত। যদিও তাঁর শরীরে এই রোগের কোনো উপসর্গ নেই । তবু বয়সের কথা ভেবে তাপসবাবুকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ দেন চিকিৎসকরা। সূত্রের খবর বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
অন্যদিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাপসবাবুর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদেরও একে একে করোনা পরীক্ষা করা হবে। সেই সাথে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই সতর্ক থাকতে বলেছেন মন্ত্রীমশাই। প্রয়োজনে তাঁদের পরীক্ষও করিয়ে নিতে বলেছেন তিনি।