দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নবদ্বীপ টু লন্ডন, নবদ্বীপের মৃৎশিল্পীর তৈরী সাত ইঞ্চির দুর্গামূর্তি এবার পাড়ি দিল লন্ডনে। করোনা, লকডাউন বদলেছে অনেক কিছুই। বদলেছে মানুষের জীবনধারা। আর তার পাশাপাশি বদল ঘটেছে মৃৎশিল্পীদের কাজের ধারাও। তাই মৃৎশিল্প ক্ষেত্রে ঘটল এক নতুন ঘটনা। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের এক বিখ্যাত মৃৎশিল্পী প্রভাত পালের হাত ধরে। ওই কথাতেই আছে না যে, “বাঙালি পারে না এমন কোন কাজ নেই” কথাটির সারমর্ম আবারও প্রমানিত হলো। যুক্তি সহ তা প্রমান করলো নবদ্বীপের এই মৃৎশিল্পী। তবে কী এমন করলো সে?
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই তেরো পার্বণের এক অঙ্গ হলো বাঙালি শ্রেষ্ঠ দুর্গাপূজার। যার অপেক্ষায় মানুষ দিন গোনে। এই দুর্গাপূজো বাকি আর মাত্র ২০দিন। করোনা প্রাক্কালে বদলেছে সবকিছু। কিন্তু বাঙালি পুজোকে আটকে রাখবে এমন সাধ্যি কার! তাই পুরনো আমেজে সেজেছে শহরতলির গলিপথ। কুমোরটুলিও সেজেছে তার পুরনো ছন্দে। আর ঠিক সেরকমই ঠিক সেরকমই নবদ্বীপের মৃৎশিল্পে প্রভাত পালের এই অসামান্য প্রতিভায় মুগ্ধ হয়ে রইলেন এক লন্ডন প্রবাসী।
কৃষ্ণনগরের রাজবাড়ীর দুর্গা প্রতিমা করার জন্য তিনি একটি ছোট্ট ৭ ইঞ্চি দুর্গা প্রতিমা তৈরি করেন। এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট হবার পরই
ব্যাস সেখানে ঘটে এক অবাক কান্ড। ৭ ইঞ্চি উচ্চতার তৈরী এই দূর্গা প্রতিমা এবছরই যাচ্ছেন লন্ডনে। নবদ্বীপের আলোছায়া মোড়ে গত ৩৫ বছর ধরে বিভিন্ন দেব-দেবীর মূর্তি বানান মৃৎশিল্পী প্রভাত পাল।


সাধারণত বড় প্রতিমাই বানিয়ে থাকেন তিনি। তাঁর বানানো মূর্তি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যায়, প্রতিমা গড়ার জন্য তার ডাক পরে আসামের গুয়াহাটি থেকে। অসমের বিখ্যাত চলচ্চিত্র তারকা বর্ষারানি বিষয়ার বাড়ির দুর্গাপ্রতিমাও তিনি গড়েন। শুধু তাই নয়, অসমের বেশ কয়েকটা বড় পুজোর দূর্গা প্রতিমা বানানোর দ্বায়িত্ব ও তাঁর ওপর। তবে এবছর অতিমারী পরিস্থিতির ফলে তার আসাম যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু একজন শিল্পীর পক্ষে কতদিনই বা বসে থাকা সম্ভব! তাই বড়ো প্রতিমার বদলে ছোট প্রতিমা বানানোর ভাবনা চিন্তা শুরু করেন তিনি।


আর তা তৈরি হওয়ার পর, তা পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। ব্যাস তারপর সেখান থেকেই তাঁর সামনে খুলে যায় এক নতুন দরজা। হঠাৎই সুদূর লন্ডন থেকে ছোট্ট দুর্গাপ্রতিমা তৈরির বরাত পেয়ে যান তিনি। আর সেই মতোই বাংলা ধাঁচের সাত ইঞ্চির এক ছোট্ট দূর্গা প্রতিমা বানিয়েফেলেন শিল্পী প্রভাত বাবু। পুরোটাই মাটির ঠাকুর।তাঁর কাজও প্রায় শেষের পথে। তৃতীয়ার দিন তাঁর তৈরী ৭ইঞ্চির দূর্গা দূর্গা প্রতিমা পাড়ি দেবেন লন্ডনের হ্যাম্পস্টেডে। প্রভাত বাবু জানালেন, ওই প্রতিমা পুজো দেবে লন্ডনের এক বাঙালি পরিবার।