32 C
Kolkata
Monday, May 29, 2023
More

    আগামী ৫ দিন বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা, সঙ্গে রাখুন ছাতা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: খাতায়-কলমে বৃহস্পতিবার থেকে বর্ষা-পরবর্তী মরশুম শুরু হলেও আগামী চার-পাঁচদিনে ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবন থেকে। উত্তর-মধ্য বঙ্গোপসাগর, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপের জেরেই মূলত এই বৃষ্টিপাত হতে পারে।

    এর পাশাপাশি মৌসম ভবন জানিয়েছে, ৬১ বছর পর দেশে পরপর দু’বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত বছরের তুলনায় এবার বর্ষায় কম সংখ্যক আবহাওয়া অফিসে অত্যন্ত ভারী বৃষ্টি পরিলক্ষিত হলেও সার্বিকভাবে ২০১৭ এবং ২০১৮ সালের তুলনায় দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। যা অত্যন্ত স্যাঁতস্যাতে আবহওয়ার প্রবণতা বজায় রেখেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    পরিসংখ্যান অনুযায়ী, এবার বর্ষায় ১০৮.‌৭ শতাংশ (দীর্ঘকালীন সময়ের গড়ের ভিত্তিতে) বৃষ্টি হয়েছে। যা ১৯৯০ সালের পর তৃতীয় সর্বোচ্চ। ১৯৯৪ ও ২০১৯ সালে সেই গড় ছিল যথাক্রমে ১১২ ও ১১০ শতাংশ। বর্ষাকালের বিশ্লেষণ করে মৌসম ভবন জানিয়েছে, ১৯৫৮ এবং ১৯৫৯ সালের পর এই প্রথম দেশে পরপর দু’বছর স্বাভাবিকের থেকে বেশি বর্ষণ হয়েছে।

    মৌসম ভবনের তরফে বলা হয়েছে, ‘ভারতের বিভিন্ন প্রান্তে মাসিক বৃষ্টিপাতের পরিমাণ বিবেচনা করে বলা যায়, ঐতিহাসিক পরিসংখ্যানের নিরিখে এই মরশুম আলাদাভাবে চিহ্নিত থাকবে। জুন, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে দেশে দীর্ঘকালীন সময়ের গড়ের যথাক্রমে ১১৮, ৯০, ১২৭ এবং ১০৪ শতাংশ বৃষ্টি হয়েছে।’

    তবে দেশের সর্বত্র একইভাবে বৃষ্টি হয়নি। কয়েকটি অঞ্চলে বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার থেকেও বেশি বর্ষণ হয়েছে। কয়েকটি প্রান্তে আবার উলটো প্রবণতা পরিলক্ষিত হয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে যেমন স্বাভাবিকের ৯৬ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেখানে স্বাভাবিকের থেকে সাত শতাংশ বেশি বর্ষণ হয়েছে। বিশেষত অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে স্বাভাবিকের থেকে চার শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই প্রত্যাশা ছাপিয়ে ১১৮ শতাংশ বৃষ্টিপাত হয়েছে।

    তবে সেই তারতম্যে খুব একটা অবাক নন জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের প্রধান কে স্বাতী দেবী। তিনি জানান, বিভিন্ন অঞ্চলের চার মাসের পূর্বাভাসের ক্ষেত্রে প্রায়শই তারতম্য হয়। তা সঠিক হয় না। যত সময় বেশি হয়, তত পূর্বাভাসের বিষয়টি শক্ত হয়ে ওঠে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...