দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষকদের বদলির নীতিমালা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ও বিক্ষোভ দানা বাঁধছিল শিক্ষকদের মধ্যে। এবার সেই নীতিমালার সরলীকরণ করল রাজ্য সরকার। আজ বুধবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা ঘোষণা করেন।
কী রয়েছ এই নতুন বিধিতে? এই বিধি অনুসারে শিক্ষকদের বদলির জন্য আর লাগবে না প্রধান শিক্ষকের ‘নো অবজেকশন সার্টিফিকেট’। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, তিন স্তরের শিক্ষকদের জন্যই প্রযোজ্য হবে এই নতুন বিধি।
এদিন পার্থবাবু জানান, রাজ্য সরকারের লক্ষ্য যে সব শিক্ষকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সেইসব শিক্ষকদের নিজের জেলা বা পার্শ্ববর্তী জেলায় নিয়ে আসা। এজন্যই শিক্ষক বদলির প্রক্রিয়া সরলীকরণের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শুধু সার্টিফিকেটই নয়, বদলির আবেদনে গতি আনতে এবার থেকে শিক্ষকদের আবেদন জানাতে হবে অনলাইনে। আর আবেদনের জন্য দিতে হবে না কোনও টাকা। শিক্ষক নিজেই দেখে নিতে পারবেন শিক্ষা দফতরের পোর্টালে, যে কোথায় খালি রয়েছে কত আসন। আর সেই খালি আসন অনুযায়ী তিনি বদলির আবেদন করতে পারবেন।
শুধুমাত্র ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার নয় সেই সাথে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও শিক্ষা দফতর বিধি সরল করেছে। আর এর থেকেও বড় বিষয় এবার থেকে মিউচুয়াল ট্রান্সফারে আর হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে না শিক্ষকদের। সরাসরি অনলাইনেই হবে ট্রান্সফারের নির্দেশ।
পার্থবাবু জানিয়েছেন বদলির ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের NOC আর লাগবে না। তিনি বলেন, “অনেকসময় সরকার বদলির নির্দেশ দিলেও প্রধান শিক্ষক NOC দিতে চাইতেন না। যার ফলে আটকে থাকত ট্রান্সফার। এবার থেকে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে। প্রধান শিক্ষকের NOC-র দরকার পড়বে না।”