দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহে উত্তর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে পর পর দুটি নিম্নচাপ রেখা সৃষ্টি হতে চলেছে। তার জেরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস করা হয়েছে পশ্চিমবঙ্গ-সহ ভারতের একাধিক রাজ্যে।
মৌসম ভবনের সূত্রে ভারতীয় আবহওয়া দফতরের শীর্ষস্থানীয় আবহাওয়া বিজ্ঞানী এ কে দাস জানিয়েছেন, ‘দুটি উপর্যুপরি নিম্নচাপ রেখা সৃষ্টি হওয়ার ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারবে না। ফলে ২২’শে অক্টোবরের পরে তার প্রস্থান ঘটতে পারে।’
উল্লেখ্য, প্রতি বছর সাধারণত সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ভারতীয় ভূখণ্ড থেকে বর্ষা বিদায় নেয়। কিন্তু পূর্বাভাস অনুসারে, শুক্রবার প্রথম নিম্নচাপ রেখাটি তৈরি হয়েছে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে। এর পর তা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্র প্রদেশের উত্তর ভাগ ও দক্ষিণ ওড়িশা উপকূলে পৌঁছবে ১১ অক্টোবর দুপুর নাগাদ। এর ফলে ওই সমস্ত অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হবে।
দ্বিতীয় নিম্নচাপ রেখাটি ১৪ অক্টোবর নাগাদ তৈরি হওয়ার পরে দুই দিনে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়ের মরশুমের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে আবহাওয়া দফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টি হবে, শুধুমাত্র দক্ষিণ ভারত, পশ্চিম হিমালয় ও উত্তর-পূর্ব ভারত ছাড়া। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়ে এই দুই নিম্নচাপ রেখা।
প্রসঙ্গত, গত মে মাসে ঘূর্ণিঝড় আমফান এবং জুন মাসে নিসর্গের দাপটে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিপুল ক্ষয়ক্ষতি ঘটে। এরপরে যদি ‘গতি’ তার দিক ভুল করে কলকাতা অভিমুখী হয় তাহলে শিরে সংক্রান্তি। তাই এখন থেকে সব সময়ের জন্যে ছাতা কাছে রাখুন।