দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রেকর্ড হারে কমছে বিয়ারের দাম। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন (বেভকো) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আসছে সপ্তাহে সমস্ত বিভাগের বিয়ারের দাম কমতে চলেছে। বাঙালির বড় উৎসব কে রঙিন করে দেবে বিয়ার প্রেমীদের। রাজ্যের প্রায় ষাট পার্সেন্ট কমছে বিয়ারের দাম।
নির্ধারিত নতুন দামের কাঠামোয় আগের দামের সঙ্গে বর্তমান দামের বিস্তর পার্থক্য রয়েছে। লাইট বিয়ারের দাম ২৫% -৪০% হ্রাস পাবে এবং স্ট্রং বিয়ারের জন্য কমবে ১৫%-২০%। কোনও কোনও ব্রান্ডের বিয়ারের দাম দাম ৬০% হ্রাস পাচ্ছে। যেমন Corona ব্রান্ডের ৩০০ মিলিলিটার বিয়ারের দাম আগে ছিল ৪৫০ টাকা নতুন দামের কাঠামোয় তা কমে দাঁড়াচ্ছে ১৯০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দাম ২৬০ টাকা কমে যাচ্ছে। যথাক্রমে Budweiser premium ব্রান্ডের ৬৫০ মিলিলিটার বিয়ার আগে মিলতো ২৫০ টাকায় যার দাম কমে দাঁড়াচ্ছে ১৫৪ টাকা।
মূলত বিয়ারের চাহিদা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা এবং লকডাউনের জেরে ধসে পড়েছে বিয়ার শিল্প। মার্চ থেকে ৩১শে জুলাই পর্যন্ত বিয়ারের চাহিদা বেড়েছিল কিন্তু বিক্রি বন্ধ থাকার কারণে সেই চাহিদার কোনও জোগান দেওয়া যায়নি। মুখ থুবড়ে পরে পুরো ব্যবসাই। আর এই সিদ্ধান্তের ফলে সারা বিশ্বের মধ্যে একমাত্র কলকাতাতেই কম দামে বিয়ার পাওয়া যাবে। বিয়ারের বিক্রি বাড়িয়ে রাজস্ব ঘাটতি মেটাতেই রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।