26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    বিয়ার(Beer) প্রেমীদের জন্য সুখবর, দাম কমছে সব ধরনের বিয়ারের

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রেকর্ড হারে কমছে বিয়ারের দাম। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন (বেভকো) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আসছে সপ্তাহে সমস্ত বিভাগের বিয়ারের দাম কমতে চলেছে। বাঙালির বড় উৎসব কে রঙিন করে দেবে বিয়ার প্রেমীদের। রাজ্যের প্রায় ষাট পার্সেন্ট কমছে বিয়ারের দাম।

    নির্ধারিত নতুন দামের কাঠামোয় আগের দামের সঙ্গে বর্তমান দামের বিস্তর পার্থক্য রয়েছে। লাইট বিয়ারের দাম ২৫% -৪০% হ্রাস পাবে এবং স্ট্রং বিয়ারের জন্য কমবে ১৫%-২০%। কোন‌ও কোন‌ও ব্রান্ডের বিয়ারের দাম দাম ৬০% হ্রাস পাচ্ছে। যেমন Corona ব্রান্ডের ৩০০ মিলিলিটার বিয়ারের দাম আগে ছিল ৪৫০ টাকা নতুন দামের কাঠামোয় তা কমে দাঁড়াচ্ছে ১৯০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দাম ২৬০ টাকা কমে যাচ্ছে। যথাক্রমে Budweiser premium ব্রান্ডের ৬৫০ মিলিলিটার বিয়ার আগে মিলতো ২৫০ টাকায় যার দাম কমে দাঁড়াচ্ছে ১৫৪ টাকা।

    মূলত বিয়ারের চাহিদা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা এবং লকডাউনের জেরে ধসে পড়েছে বিয়ার শিল্প। মার্চ থেকে ৩১শে জুলাই পর্যন্ত বিয়ারের চাহিদা বেড়েছিল কিন্তু বিক্রি বন্ধ থাকার কারণে সেই চাহিদার কোনও জোগান দেওয়া যায়নি। মুখ থুবড়ে পরে পুরো ব্যবসাই। আর এই সিদ্ধান্তের ফলে সারা বিশ্বের মধ্যে একমাত্র কলকাতাতেই কম দামে বিয়ার পাওয়া যাবে। বিয়ারের বিক্রি বাড়িয়ে রাজস্ব ঘাটতি মেটাতেই রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...