দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি আপাতত কিছুটা স্থিতিশীল। শনিবার, অর্থাত্ আজ তাঁর বিবিধ শারীরিক পরীক্ষা করা হবে। উল্লেখ্য, গত সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এলে মঙ্গলবার সকালে তাঁকে বেলিভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন প্রবীণ শিল্পী, তবে শুক্রবার বিকাল থেকেই পরিস্থিতি অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার রক্তচাপ অনিয়মিত, শরীরে অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছে, চলছে অক্সিজেন। তাই আইটিইউ’তে রাখা হয়েছে তাঁকে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৫, প্রেশার-সুগার-সিওপিডি একাধিক শারীরিক সমস্যা আগে থেকেই রয়েছে শিল্পীর।তাঁর কো-মর্বিডিটির বিষয়টিও চিন্তায় রেখেছে চিকিত্সকদের। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত চার সদস্যের মেডিক্যাল বোর্ডের অধীনে সৌমিত্রবাবুর চিকিত্সা চলছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে গত দু-দিন যাবত ভালো ছিলেন। বুধবার গোটা দিনই তাঁর জ্বর আসেনি, রক্তচাপও স্বাভাবিক ছিল। এমনকি বৃহস্পতিবারও তেমন কোনও সমস্যা দেখা দেয়নি। পরিবার সূত্রে খবর, চলতি মাসের শুরু থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না সৌমিত্রবাবুর, জ্বরও আসে। এরপর সন্দেহ নিরসনে করোনা টেস্ট করা হলে গত ৫ তারিখ সেই রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি পরের দিন সকালে ১০টার কিছু পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
যদিও করোনা লকডাউন পরবর্তী সময়েও মনে জোর নিয়ে শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি এক মিউজিক রিয়ালিটি শোয়ের মঞ্চেও বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন সৌমিত্র বাবু। এছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের বায়োপিক ‘অভিযান’ এর শ্যুটিং করেছিলেন। জানা যাচ্ছে গত ৩০ সেপ্টেম্বর ভারতলক্ষ্মী স্টুডিওতে একটি ডকু-ফিুচারের জন্য শ্যুটিং করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেদিনই তিনি জানান তাঁর শরীর ভালো লাগছে না। ওই ইউনিটে প্রায় ২৫-৩০ জনের কলাকুশলী ছিলেন, চিকিত্সকরা সকলকেই করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন।
আজ সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রবীণ অভিনেতার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে তাঁর দেহে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় কম রয়েছে বলে জানা গিয়েছে। সমস্যার সমাধানে প্রয়োজন অনুযায়ী তাঁর অক্সিজেন থেরাপি চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরিবার সূত্রে খবর, খাবারে বিশেষ রুচি নেই সৌমিত্রবাবুর, শুক্রবার রাতে তাঁর ঘুম ভালো হয়েছে বলে জানা গিয়েছে। এ দিন রক্ত-সহ তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।