দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বনের শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজা। তবে এবারে করোনা মহামারী, বাঙালির এই উৎসবের আবহ বেশ খানিক ম্লান করেছে। দীর্ঘ লকডাউনের জেরে মন্দা পড়েছে বাজারের সর্বত্র তা থেকে বাদ যায়নি বাঙালি শেষ্ঠ উৎসবও। এমনিতেই বছর কয়েক হল থিমের টানে লোপ পাবার অবস্থায় পৌঁছেছে বাংলার ডাকের শিল্প। তারপর এবারে করোনার টানে পরিস্থিতি আরও খারাপ হয়ে মাথায় হাত ডাক শিল্পীদের।গ্রামবাংলায় একটি বড় সংখ্যক মানুষ জড়িয়ে আছেন এই শিল্পের সঙ্গে। তাদের জীবন-জীবিকা এই ‘ডাক’ শিল্পকেন্দ্রিক।
কি এই ডাক শিল্প?
ডাক শিল্প বা ডাকের সাজ হল আদতে প্রতিমার অঙ্গ সাজ শিল্প। যে শিল্পে শোলা, বিভিন্ন ধরনের রং-বেরংয়ের কাগজ, পুতি সহ একাধিক চমকপ্রদক সামগ্রীর ব্যবহার দ্বারা তৈরি হয় প্রতিমার অঙ্গসাজ। প্রতিমার সৌন্দর্যায়নে এ শিল্পের প্রসার ছিল একসময় নজরকাড়া। এ শিল্পে নদিয়ার নবদ্বীপের ডাক শিল্পীরা খ্যাতনামা।
তবে প্রতিবছরের ন্যায় এবারে করোনা, লকডাউনের জেরে কলকাতার কুমোরটুলি বাদে আর কোথাও কাজের জন্য বায়না পায়নি ডাক শিল্পরা। নবদ্বীপের এক ডাক শিল্পী শম্ভু পাল এ প্রসঙ্গে জানান, বাকি বছরগুলোতে তাদের ডাকের সাজ কলকাতার কুমোরটুলি,জেলা,রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছলেও, এবারে
করোনার জেরে ব্যবসায় দেখা দিয়েছে চরম মন্দা।
কলকাতার কুমোরটুলি বাদে আর কোথাও কাজের তেমন কোনো বায়না মেলেনি। মন্দার মুখে প্রায় কর্মহীন হয়ে পড়েছেন সকলেই। এমনই চলতে থাকলে, আগত দিনগুলিতে জীবিকা নির্বাহ কিভাবে হবে তা নিয়ে শঙ্কিত ডাকশিল্পীরা।