দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত সোমবার’ই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দিনের সমস্ত কাজ বাতিল করে সারা দিন ঘরেই কাটিয়েছিলেন। এর ঠিক ৩ দিন পর আজ শুক্রবার প্রবল জ্বরে দুর্বল হয়ে পড়েন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর করোনা পরীক্ষা আগেই করানো হয়েছিল। শুক্রবার সেই রিপোর্ট এ দেখা যায় তিনি করোনা পজিটিভ। এবার তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় সল্টলেকের বহুল পরিচিত একটি বেসরকারী হাসপাতালে।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষকে রাখা হয়েছে এইচডিএই’ তে। তাঁর ১০২ ডিগ্রি ফারেনহাইট জ্বর রয়েছে। সে কারণে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে প্রয়োজনীয় ওষুধ ও পথ্য।
তবে রাজ্য বিজেপিতে করোনা প্রবেশ নতুন নয়, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছে রাজ্য বিজেপি’র পরিচিত নেতা অনুপম হাজরা। তিনি সুস্থ হয়ে উঠলেও এখনও আইসিইউ’তেই রয়েছেন। আর এর পর দিলীপ ঘোষের আক্রান্তের খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে। বিগত কয়েকদিন ধরে বেশ কিছু সভা, বৈঠকে হাজির ছিলেন দিলীপ ঘোষ। যদিও এর আগে তিনি এক সভা থেকে বলেছিলেন, বাংলা থেকে করোনা বিদায় হয়ে গিয়েছে।