করোনা আবহে দূরত্ব বজায় রেখে আনন্দ করুন। মা মানে মাস্ক, মা মানে মান্যতা, মা মানে মানবতা এই বোধ নিয়ে ভাল কাটুক আসন্ন পুজোর দিন গুলো। ‘দ্য ক্যালকাটা মিরর’ পরিবারের পক্ষ থেকে সকল পাঠককে শুভেচ্ছা রইল। আজ মহা ষষ্টি। আজ মা’কে গয়না পড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা। রইল কলকাতার ঠনঠনিয়া চন্দ্র বাড়ি’র মহা ষষ্টি উদযাপনের মুহূর্ত। ক্যামেরায় কুন্তল চক্রবর্তী।