দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভারতীয় রাজনীতিতে জলজ্যান্ত ইস্যু পেগাসাস যা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে বিরোধীরা। তাদের অভিযোগ , সংসদে পেগাসাস নিয়ে আলোচনাই করতে দিচ্ছে না বিজেপি। সংসদের বাইরে এই ইস্যুকে হাতিয়ার করে সরব সব বিরোধীরা। গণতন্ত্রের কণ্ঠোরোধ করা হচ্ছে, সেই অস্ত্রে শান দিল কংগ্রেস-সহ সব বিরোধী দল। বিরোধীরা চাইছেন জাতীয় সুরক্ষা ও পেগাসাস নিয়ে যতক্ষণ সংসদে আলোচনা হবে না, ততক্ষণ সংসদ অচল হবে। এই মর্মে বৈঠকও করেছেন সব বিরোধী দল গুলি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, আমাদের দমন করা হচ্ছে সংসদে। সাফ প্রশ্ন, ভারত সরকার কি পেগাসাস কিনেছে না কেনেনি ? দেশের জনগণের ওপর নজরদারির জন্য হাতিয়ার ব্যবহার করেছে ? তিনি আরও বলছেন, সরকার বলেছে পেগাসাস নিয়ে সংসদের ভেতরে কোনও কথা হবে না। ভারতের যুবদের জিজ্ঞেস করছি, ফোনের ভিতরে যদি নরেন্দ্র মোদী আড়িপাতার কৌশল করেন, আপনারা ব্যবস্থা চাইবেন ?


আমরা সংসদকে নষ্ট করতে চাই না। বরং আমরা দ্বায়িত্ব পালন করতে চাই। আর আগামী লোকসভায় মোদীকে চ্যালেঞ্জ দিতে একত্রে ময়দানে সব বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লী যাওয়ার পর থেকেই আর সুর সপ্তমে তুলেছেন বিরোধী দল গুলি। এই নিয়ে শীর্ষ আদালতের মামলাও দায়ের হয়। যার শুনানি শীঘ্রই হতে চলেছে।
বিরোধীরা মনে করাচ্ছেন, এই ঘটনা দেশবাসীক স্বার্থে আঘাত। কারণ এই অস্ত্রকে ব্যবহার করা হয় জঙ্গিদের বিরুদ্ধে, দেশদ্রোহিতার বিরুদ্ধে। রাহুলের সরাসরি তোপ, “আমি নরেন্দ্র মোদি অমিত শাহকে জিজ্ঞেস করছি এই সংস্থাকে গণতন্ত্রের বিরুদ্ধে কেন প্রয়োগ করলেন।