দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চেনা নিয়ম ও পরম্পরার বাইরে ভাবার সময় এসে গেছে। পুরুষরা কেবল জন্মগত ভাবে পুরোহিত হওয়ার অধিকারী ? পুরোহিতের বেশে মন্ত্রোচ্চারণে সমাজের অস্পৃশ্যতা উড়িয়ে আগামীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কয়েকজন নারী। এবার কলকাতার দুর্গাপুজোতে সেই সব নারীদের লড়াই প্রতিফলিত হবে। মণ্ডপে পুজিত হবেন মা দুর্গা। আর পুরোহিতের আসনে থাকবেন ৪ জন নারী ইতিহাসের সাক্ষী হতে চলেছেন শহরবাসী।
বিয়ের অনুষ্ঠান কিংবা পুজো পার্বনে মহিলা পুরোহিতের উপস্থিতি নতুন নয়। তবে কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথমবার বারোয়ারি পুজোর দায়িত্ব পেলেন চার মহিলা পুরোহিত। মায়ের আরাধনা হবে মায়েদের হাতেই। নন্দিনী, রুমা, সেমন্তী এবং পৌলমী। এই চার মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখরিত হবে আশ্বিনের শারদপ্রাত। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ৬৬ পল্লি দুর্গোৎসব কমিটি।


দক্ষিণ কলকাতার এই পুজো প্রতিবার নতুন নতুন থিম উপহার দেয়। গতবার কিংবদন্তি সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে ৬৬ পল্লি এবং পাশের দুই পুজো কমিটি হাতে হাত মিলিয়ে তুলে ধরেছিল অপুর ট্রিলজি। অতীতে কলকাতার ছবি ফুটিয়ে তুলে প্রশংসা কুড়িয়েছে। এবার তারা নারীশক্তিকে সম্মান জানাচ্ছে।
পুজোর অন্যতম উদ্যোক্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলছিলেন, করোনা আবহে এবার বাজেটে প্রচুর কাটছাঁট করা হয়েছে। গত বছর তা কমে হয়েছিল ৭ লক্ষ টাকা। এবার ৫ লক্ষ টাকার মধ্যেই পুজোর আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে দেবীপক্ষে নারীদের এই অনন্য সম্মানই এবার মূল আকর্ষণ হতে চলেছে ৬৬ পল্লির পূজা।