25 C
Kolkata
Friday, March 31, 2023
More

    এলিয়েন লিওনেল ভার্সাস ফরাসি আক্রমণ! লিখছেন স্বরূপ চক্রবর্তী।


    রবিবার যুদ্ধ। ৪কোটি ২০ লাখ ডলার কার? আর্জেন্টিনাকে বিশ্বফুটবলে মারিও কেম্পেস একটা ঝাপসা পরিচয় করিয়ে দিয়েছিলেন, মারাদোনা করেন, বিশ্ববন্দিত। মেসি নিয়ে ফেলেন মহাকাব্যিক পর্যায়ে। পাড়ায় পাড়ায় চমকে থাকে তাঁর হোর্ডিং। অনুপ্রেরণাহীন। নীচে কোনও বিগ বাজেটের নেতা- পিতার নাম থাকে না। তিনি লিওনেল মেসি। রবিবার কার বার? এমবাপে না মেসি।


    প্রসঙ্গত জানিয়ে রাখি, এ বিশ্বকাপ বাঙালির বিশ্বকাপ নয়, সম্পূর্ণ করপোরেট বিশ্বকাপ। বাঙালি রাত জাগে স্বপ্ন দেখে নেইমারের ব্যাকহিল ড্রিবলিং, মেসির সোলো টার্ণ, এমবাপে গ্রিজমানের বোল্ট গতিতে বল নিয়ে ছোটা দেখার জন্য। রোনাল্ডোর বাঁ ডান পায়ে হিলহিলে সাপ প্যাঁচ দেখার জন্য। লাতিন আমেরিকার যা ঐতিহ্য। কাতারে তা হচ্ছে কোথায়? বল নিয়ে থার্ড হাফে আদান প্রদান চলছে। ডিফেন্ডার চার দুই চার ছকে বিপক্ষকে তুলে কাউন্টার অ্যাটাকে লক্ষ্যে স্কোয়ার পাস খেলেই যাচ্ছে। এ কেমন বিশ্ব কাঁপানো ফুটবল?


    কোনও দেশই রিস্ক নিচ্ছে না। তাই শিল্প শিল্পী দুই-ই মাঠে মারা পড়ছে। বাঙালি রাত জাগে মারাদোনার ‘ হ্যান্ডস অফ গড’ এর জন্য নয়, হ্যান্ডস অফ গডস ছাড়া যে ‘লেগস অফ হেভেন’ হয়, তা ইংল্যান্ড মারাদোনার সেকেন্ড গোলে নির্দ্ধিধায় বুঝে গিয়েছিল।
    এরকম শিল্পী এখনও মাঠে ফুটবল পায়ে সোনা ধান চাষ করতে পারেন, কিন্তু কোচ, মেন্টর, ফিজিও সর্বোপরি দেশের জনতার ভয়ে সোনা ধান তোলা হয় না। মাঠেই মারা যায় না তুলতে পারা ফসল। উচ্ছ্বাস, উল্লাস উদ্দীপনা কাতারে তেমন দেখছেন? না! নেই।

    কোথা থেকে দেখবেন? সেই ফুটবলটাই তো নেই। কানার মধ্যে ঝাপসা মেসির ৩৯০ মিনিট মাঠে থেকে ২/৩ মিনিটের গোটা চারেক আক্রমণ। ফল, চমৎকার। নেইমারের ১৮০ মিনিটে ২ মিনিটের জন্য নড়াচড়া তাতেই সুপার্ব একটি গোল ক্রোটদের বিরুদ্ধে। রিচার্লিসন, এমবাপে, ছাড়াও এ বিশ্বকাপে গোটা আটেক গোল অভাবনীয়। বদবাকি কোথায় সেই স্কিল! হেডিং, ড্রিবলিং, লং পাস, ওয়াল পাস, ওয়াল চেজ, রেপিড পজিশন চেঞ্জ। কিস্যু নেই। নার্ভাসনেস আছে। দায়িত্বহীনতা আছে। ভুল পাসের ছড়াছড়ি আছে, ফাউলের রমরমা আছে। রেড, ইয়েলো কার্ড আছে।

    ফ্রান্স কত পাওয়ার জন্য ফুটবল খেলবে? ৪ কোটি ২০ লাখ? পর পর দু’ বারের চ্যাম্প নাকী ৩ কোটি ডলারের জন্য। রবিবারের ম্যাচে আসি। ফ্রান্স ৪-৩-৩ এ মাঠ সাজাবে। গ্রিজম্যানকে মিডল থার্ড থেকে তুলে অ্যাটাকিং জোনে দাঁড় করিয়ে রাখবে। থুরাম, কোম্যানকে দুই উইং ব্যবহার করতে বলবে, প্রয়োজনে নামতে উঠতে হবে। গ্রিজম্যানকে মেসির রাইট উইং ভেঙে ভিতরে ঢুকে কোনওভাবেই লেফট ফুটকে ব্যবহার করতে দেবে বলে মনে হয় না। কারণ, গোটা বিশ্ব জানে ও বাঁয়ে বিশবাঁও জলে ডুবিয়ে মারতে সিদ্ধ- পদ। মেসিকে আটকাতে ওর গায়ে ঢুকে পড়তে হবে কোনওরকম ফাঁক রাখা যাবে না। নন- কিকিং ফুট ফ্রি পেলে মেসি সাপ হয়ে ওঠেন। ফলে, ৪-২-৪ বা ৪-৩-৪ ছকে ফরাসি আক্রমণে মেসিকে শুধু জোনাল মার্কিং, ম্যান মার্কিং করে লাভ নেই। মেসিকে বডি মার্কিং করতেই হবে।


    এখন মেসিকে আটকাতে দেঁশো কোম্যানকে ব্যবহার করলে, এ্যাডভান্টেজ আলভারেজ বা দি মারিয়া ( প্রথম থেকে ব্যবহার করলে) কারণ আলভারেজ ছটফটে মাঝমাঠ থেকে গোল বক্স অনায়াস ৯০ মিনিট দৌড়াতে পারেন। দি মারিয়া সুযোগ সন্ধানী, তেকাঠির মাপ জানে। বুদ্ধিমান, ঠান্ডা মাথা। ফলে, ফান্সের বিপদ!

    এখন ফরাসি শিবির কী, কতটা এগিয়ে। গ্রিয়াজম্যান এমবাপে, মেসি এক ক্লাবে খেলেন, খেলেছেন। ক্লাব ফুটবলে মেসি পেনাল্টি মারতে গেলে এমবাপে মেসিকে ধাক্ক মেরে সরিয়ে দেন। গ্রিয়াজম্যান, সাপোর্ট করেন। নেইমার এগিয়ে এসে, বিষয়টা মেটালেও মেসি মন থেকে মানতে পারেননি। গ্রিয়াজম্যান জানেন মেসি কী জিনিস আগ্রায় পুঁতলে মগরায় গাছ। স্কালোনি সেই বার্তা মেসিকে দিচ্ছেন ভোকাল টনিকে। মেসি চুপ! এমবাপে সেই ম্যাচের শেষে সাফ জানিয়েছিলেন, মেসি, রোনাল্ডোর চেয়ে আমি অনেক এগিয়ে। বিশ্ব ওদের ভুলে যাবে, এমবাপেকে নয়। ফরাসি শিবির ফুটছে।

    এমবাপেকে উথদ দ্য বল দৌড়তে দেবেন না স্কালোনি নিশ্চিত। তাহলে কী করে আটকানো যাবে। লম্বা পায়ের ভিতর ঢুকে ওকে হার্ন্ডানডেজ খেলতে দেবে বলে মনে হয় না। কারণ, বয়স কম এমবাপের, মাথা ঠান্ডা রাখতে শেখেনি। মলিনা অ্যাটাকিং থার্ড থেকে লুজ বল ধরে খেলবে যে বলগুলো মিস পাস বা চেজ করে ফাঁকে পড়বে। কোম্যান, বেনজামা( যদি ফার্স্ট টিম খেলে) ওয়াল পাসে গোলমুখী বলের অপেক্ষায় থাকবে। আউরেলিন, কন্টে সাপ্লাইয়ের কাজটা করতে পারে। নীচু বলে আর্জেন্টিনা অনেক এগিয়ে। ওপরের গোলমুখী বক্স বরাবর উচ্চতায় বল ভাসলে ফরাসি আক্রমণ আর্জেন্টিনার বিপদ ডেকে আনতে পারে।
    ১২০ মিনিটে ফয়সালা না হলে? দুটো ট্রাইবেকার সেভ করে ফুটছে হুগো লরিস, সাফ জানিয়েছেন, ফরাসিদের আমায় খুন করে গোল করতে হবে। ট্রাইবেকার চাইবে না ফ্রান্স।


    একটা অসম্ভব মেসি ম্যাজিক ম্যাচে থাকবে না হয় নাকী! সেটাই হয়তো বিশ্বকাপ! গত বিশ্বকাপের হার, মেসির আন্তর্জাতিক শেষ ম্যাচ! একসঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টূর্ণামেন্ট, সোনার বুট, সোনার বল কোনওটাই মনে হয় ছাড়তে চাইবেন না এলিয়েন লিওলেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...