29 C
Kolkata
Saturday, September 23, 2023
More

    আজও রহস্যময় নেতাজির মৃত্যু ! উঠে আসা নানা তথ্যে ধোঁয়াশা

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :

    “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি তৎকালীন সময়ে গোটা দেশ সহ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অনুপ্রেরণার মন্ত্র হয়ে উঠেছিল বিপ্লবীদের কাছে। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান ছিল অবিস্মরণীয়। এই মহান বিপ্লবীর মৃত্যু কিভাবে ঘটেছিল তা রহস্যই হয়ে রয়েছে দেশবাসীর কাছে। তাঁর জন্ম আছে কিন্তু মৃত্যু নেই অর্থাৎ চিরঅমর হয়ে রয়ে গেছেন পৃথিবীর কোলে।

    নেতাজীর মৃত্যু কিভাবে ঘটেছিল ? বিভিন্ন ঐতিহাসিক এক এক রকম ব্যাখ্যা দেয় তাঁর মৃত্যু নিয়ে। সেগুলি হল —

    ১৮ আগস্ট  ১৯৪৫ সালে  মঞ্চুরিয়া যাওয়ার পথে তাইহোকুতে একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়। এই মতের একাধিক বিরোধীতা রয়েছে। বর্তমানে রেনকোজি মন্দিরে রাখা নেতাজীর চিতাভষ্ম পরীক্ষা করে জানা গেছে যে, ওই চিতাভস্ম নেতাজীর নয়। বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল কিনা সেই তথ্য তদন্ত করতে গঠিত হয়েছে একাধিক কমিশন। উল্লেখযোগ্য ছিল শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন। প্রথম দুই কমিশন দাবী করে যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তবে মুখার্জি কমিশন অর্থাৎ বিচারপতি মনোজ মুখার্জীর নেতৃত্বাধীন গঠিত এই কমিশনটি এই তথ্য বিপক্ষে মতামত দিয়েছিল। তাঁরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ এবং তাইহোকু বিমানবন্দরের সমস্ত নথি খতিয়ে দেখে জানান যে সেই দিন তাইহোকুতে কোনও বিমান দুর্ঘটনাই ঘটেনি।

    তদন্ত রিপোর্ট কোন কারন না দেখিয়েই কংগ্রেস সরকার বাতিল করে দেয়। মুখার্জী কমিশন এও দাবি করেছিল যে নেতাজীর মৃত্যুর প্রমাণস্বরূপ কোন ডেথ সার্টিফিকেট নেই। এছাড়াও নেতাজীর গাড়ি চালকের থেকে জানা গিয়েছিল যে  নেতাজীর বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে বলে সমাধিক প্রচলিত থাকলেও আসলে তাঁর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি, কারন তিনি নিজে এই ঘটনার চার মাস পর মায়ানমার ও থাইল্যান্ড সীমান্তের কাছে নেতাজীকে নামিয়ে দিয়ে এসেছিলেন।

    প্রশ্ন হল যে তাহলে নেতাজী কোথায় ছিলেন? এই প্রশ্ন উত্তরে অনেকে বলেছিলেন রাশিয়াতে নেতাজী বন্দী অবস্থায় ছিলেন। কিভাবে তাঁর মৃত্যু হয়েছিল ?এই নিয়েও প্রচলিত রয়েছে বিভিন্ন মতামত। অনেকের মতে, সুভাষচন্দ্র বসু রাশিয়াতে গিয়েছিলেন এবং রাশিয়ান সৈন্যরা গ্রেফতার করেছিল তাঁকে। এরপর রাশিয়ার  কারাগারেই মৃত্যুবরণ করেছিলেন। আবার কয়েকজন বলেন যে, সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল সার্বিয়াতে।

    নেতাজীর রাশিয়ায় যাওয়ার উল্লেখ পাওয়া যায় বোস: দ্য ইন্ডিয়ান সামুরাই- নেতাজী ও আইএনএ সামরিক পরিসংখ্যান – বইটিতে। যা প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। এই বইয়ের মাধ্যমে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জি. ডি. বকশি জানিয়েছিলেন যে নেতাজীর মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি। নেতাজী যাতে সেখান থেকে পালিয়ে যেতে পারেন জাপানের গোয়েন্দা সংস্থা গুলির দ্বারা ছড়িয়ে দেওয়া হয়েছিল বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হওয়ার তত্ত্বটি এবং এই পরিকল্পনাটি তিনি করেছিলেন টোকিওতে সোভিয়েত রাষ্ট্রদূতের সহায়তায়। জাপান থেকে পালিয়ে সার্বিয়াতে যাওয়ার পর সেখান থেকে তিনি তিনটি রেডিও সিরিয়াল সম্প্রচার করেন।

    নেতাজী যে সেই সময়েই জীবিত আছেন তা জানতেন ব্রিটিশরা এবং ব্রিটিশ সরকার তাঁর জীবিত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়ার জন্য সোভিয়েত সরকারের কাছে অনুরোধ করে। অনুমতি পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করা শুরু করে নেতাজীকে। তাঁর উপর এতটাই নির্যাতন করা হয়েছিল যে তিনি মারা যান। তথ্যটিকে বিরোধিতা করেছিলেন অনেকেই।

    আবার দ্বিতীয় একটি মত অনুসারে বলা হয় যে, উজবেকিস্তানের তাসখন্দে নাকি সুভাসচন্দ্রকে দেখা গিয়েছিল। এই ঘটনাটি ছিল ১৯৬৬ সালে। ওই বছর ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী পাকিস্তানের সাথে তাসখন্দ চুক্তি করতে গিয়েছিলেন উজবেকিস্তানের তাসখন্দে। এই বৈঠকের কিছু ছবিতে দেখা যায় এমন এক ব্যক্তিকে যার চেহারা সাথে অবিকল মিল ছিল সুভাসচন্দ্র বসুর। কিছু ফরেনসিক এক্সপার্টরাও দাবি করেছিলেন ওই ব্যক্তিটি ছিলেন সুভাষচন্দ্র বসু। 

    এছাড়াও তৃতীয় মত অনুসারে বলা হয় যে, নেতাজী আসলে হলেন উত্তরপ্রদেশের ‘ভগবানজি’ ওরফে গুমনামি বাবা। যার মৃত্যু হয়েছিল ১৬ সেপ্টেম্বর ১৯৮৫ সালে। ফয়জাবাদের ‘ভগবানজি’ ওরফে গুমনামি বাবার সাথে চেহারাগত দিক থেকে কিছুটা মিল পাওয়া গিয়েছিল নেতাজীর সাথে। কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি এই বিষয়ে। এই সব তথ্য ইন্টারনেট ও বিভিন্ন বই এর মাধ্যম থেকে পাওয়া। যা নিয়ে ভিন্ন মত থাকতে পারে। তবে আমরাও চাই বিংশ শতাব্দীর এই অজানা রহস্য উন্মোচন হোক।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...