দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায় সাধারণ মানুষকে বিচারব্যবস্থার প্রতি অগাধ বিশ্বাসের জন্ম দিয়েছিলেন তাদের মনে। তারপরও একাধিক প্রশ্ন ছিল আমজনতার মধ্যে , যে কোথাও এই তদন্ত থমকে যাবে না তো ! সেই প্রশ্ন যখন তাদের মনে ঘোরাফেরা করছিল, ঠিক তখন দুর্নীতি নিয়ে কঠোর মনোভাব দেখা যাচ্ছিল মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মধ্যে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তার এই সিদ্ধান্তকে বাংলার আপামর জনতা স্বাগত জানাতে শুরু করলো। যতদিন’ এগিয়েছে” সাধারণ মানুষের কাছে ভগবান রুপে পূজিত হতে শুরু করলো বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কয়েকশো কোটি টাকার দুর্নীতি’’ ছেলে খেলা নয় ! এই দুর্নীতির অভিযোগে জেলে রয়েছে শাসক দল তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়করা। দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নেতৃত্বরাও জেলবন্দী রয়েছে এখনো পর্যন্ত। তাই কি গভীর চক্রান্ত করে বিচারপতিকে সরানো হলো সমস্ত দুর্নীতির মামলা থেকে ? সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বহু প্রচলিত সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের বেশ কিছু বিষয় উল্লেখ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির দুটি গুরুত্বপূর্ণ মামলা থেকে সরিয়ে দেন। প্রশ্ন উঠছে, তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত ? কারণ এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে আমজনতার মধ্যে। তবে কি বিচারপতিকে দমাতে না পেরে, ঘুর পথে সংবাদ মাধ্যমের সাহায্যে সফলতা পেতে চেয়েছিল দুর্নীতিবাজরা ?
The Calcutta Mirror — Pallab Chakraborty