দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
লকডাউনের বিধি নিষেধ শিকেয় তুলে ‘বামন’ গরু দেখতে বাংলাদেশে মানুষের ঢল। মাত্র ৫১ সেন্টিমিটার ওই প্রাণীটিকে নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশ দেশ জুড়ে। রাজধানী ঢাকার কাছে ‘কিশোর এগ্রো ফার্ম’-এর একটি খামারে রয়েছে ‘রানি’। ২ বছর ৩ মাস বয়সের ওই বামন গরুকে নিয়ে আগ্রহের অন্ত নেই মানুষের মনে।
দেশের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘রানি’ রীতিমতো তারকা হয়ে উঠেছে। করোনা রুখতে লকডাউন থাকলেও বিধি নিষেধ উড়িয়ে খামারে হাজির হচ্ছে বহু মানুষ। ছোটো প্রাণীটিকে দেখতে অন্তত ১৫ হাজার মানুষ এসেছে বলে জানিয়েছেন খামারটির ম্যানেজার এ এম হাসান হাওলাদার। রানিকে বিশ্বের ক্ষুদ্রতম গরু বলে দাবি করছে তার মালিক। গিনেস বুকে থাকা ক্ষুদ্রতম গরুটির থেকে রানির উচ্চতা ১০ সেন্টিমিটার কম বলেও দাবি তাঁর।
আরও পড়ুন :- নাম ও নম্বর সহ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের নয়া তালিকা প্রকাশ কমিশনের
এদিকে, গরু দেখতে জনতার ঢল নামায় উদ্বিগ্ন প্রশাসন। বাংলাদেশে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। বিধিনিষেধ থাকলেও কিছুটা ছাড় দিয়েছিল হাসিনা প্রশাসন। কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। তাই এবার মানুষের জীবন বাঁচাতে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ জুড়ে চলছে সর্বাত্মক কঠোর লকডাউন। ১৪ জুলাই পর্যন্ত বহাল থাকবে নিষেধাজ্ঞা। বিধিনিষেধ বলবৎ করতে রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।