দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
তবে গত বছরের শেষে যে মানুষ গুলোকে সঙ্গে নিয়ে এই বছরে পা রেখেছিলাম তাঁদের অনেকেই আমাদের ছেড়ে গিয়েছেন। এই বছর কেবলমাত্র বিনোদনের জগতেই এমন মানুষের তালিকা নেহাত খুব একটা ছোট নয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাহিত্য জগতের একাধিক নক্ষত্রও। সেই সমস্ত তারকাদের কাজের মাধ্যমে স্মরণ করা যাক,
১. ৯ ফেব্রুয়ারি, ২০২১ : বলিউডের জনপ্রিয় কপূর পরিবারের অন্যতম সদস্য রাজীব কাপুর আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক ছিলেন। কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কপূরের কনিষ্ঠ পুত্র ছিলেন রাজীব।
২. ২০ এপ্রিল, ২০২১ : হিন্দি ও মারাঠি ছবির বেশ জনপ্রিয় অভিনেতা কিশোর নন্দলস্কর প্রয়াত হলেন। মূলত বিভিন্ন কৌতুক পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮১ বছরের এই বর্ষীয়াণ অভিনেতার।
৩. ২৩ এপ্রিল, ২০২১ : গুজরাতি ও হিন্দি সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন অমিত মিস্ত্রি। মাত্র ৪৭ বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর।
৪. ৭ জুলাই, ২০২১ : মহম্মদ ইউসুম খান ওরফে দিলীপ কুমার। দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগে শেষ পর্যন্ত ৯৮ বছর বয়সে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের একজন কিংবদন্তি অভিনেতা।
৫. ১৬ জুলাই, ২০২১ : হিন্দি সিনেমা ও ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ সুরেখা সিক্রি। তিনি একজন দক্ষ নাটকের অভিনেত্রীও ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে মারা যান এই প্রবীণ অভিনেত্রী।
৬. ২ সেপ্টেম্বর, ২০২১ : হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় নাম সিদ্ধার্থ শুক্লা তিনি একাধিক অনুষ্ঠান সঞ্চালনা ও মডেলিংও করেছেন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
৭. ২৯ অক্টোবর, ২০২১ : কন্নড় চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন পুনিত রাজকুমার। তিনি একাধারে একজন অভিনেতা, গায়ক, সঞ্চালক ও প্রযোজক ছিলেন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়ে গোটা দক্ষিণ ভারতের সিনে দুনিয়া।
৮. ২১ এপ্রিল, ২০২১ : কবি শঙ্খ ঘোষের জীবনাবসানে বাংলা সাহিত্য জগতে নামে শোকের ছায়া। করোনা আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সে মৃত্যু হয় বর্ষীয়াণ কবির।
৯. ১০ জুন, ২০২১ : বয়সজনিত একাধিক রোগের সঙ্গে ছিল কিডনির সমস্যা। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর ১০ জুন নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।
১০. ১৬ জুন, ২০২১ : ৭১ বছর বয়সে নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্তর জীবনাবসান হয়। নাট্যমঞ্চ এবং সিনেমা, দুই মাধ্যমেই তাঁর অভিনয় সম্বৃদ্ধ করেছে বাংলার শিল্পকলাকে। বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়।
১১. ২৯ অগাস্ট, ২০২১ : বাংলা সাহিত্য জগতের প্রখ্যাত নক্ষত্র বুদ্ধদেব গুহ। ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা আক্রান্ত হলেও আশঙ্কা কাটিয়ে সুস্থ হন। তবে শেষ রক্ষা হল না আর।