দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলছে ভালোবাসার সপ্তাহ ! ৭ ফেব্রুয়ারি থেকে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সপ্তাহের দ্বিতীয় দিনটি হল প্রোপোজ ডে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ পালন করা হয় প্রোপোজ ডে। সারা পৃথিবীর মানুষ এই দিনটিতে নিজের কাছের মানুষটিকে নানা ভাবে নিজের মনের কথা জানাবেন। তাই এই দিনটি প্রতিটি মন খোলা মানুষের কাছেই বিশেষভাবে গ্রহণযোগ্য।যে কোনও ভালোবাসার মানুষের কাছে বিশেষ ভাবে আকর্ষণের। প্রথম দিন শুরু হয়েছিল গোলাপ দেওয়ার মাধ্যমে। এবার দ্বিতীয় দিন। নিজের মনে থাকা কথা যা ভালোবাসার পাত্র বা পাত্রী জানেন না, তা বলে দিন। নতুন করে শুরু হবে জীবনের অধ্যায়ের।
আসলে অনেকে নিজের মনের কথা সামনের ভালোবাসার মানুষকে ঠিক মতো বলতে পারেন না। এই ধরনের মানুষের ক্ষেত্রে এই দিনটি একেবারে আদর্শ। দিনটিতে অনেকের মাঝে নিজের বুকেও পাওয়া যায় বল। সহজেই নিজের কাছের মানুষটির কাছে গিয়ে বলে দেওয়া যায় মনের কথা। অবশ্যই জেনে নেওয়া যায় তাঁর উত্তর। পৃথিবীতে অসংখ্যা মানুষ এই দিনটিতে নিজের মনের কথা মনের মানুষকে খুলে বলে দেন। দিনটি হল খুবই বিশেষ একটি দিন। মনের লুকিয়ে রাখা কথা বলে দেওয়ার মাধ্যমে অনেকটা সমস্যা কমে যায়।
সারা বিশ্বের অসংখ্য মানুষ, নিজের মনের কথা ভালোবাসার পাত্রীকে বলে দিতেই পারেন। সাহস অবশ্যই আপনার বুকে রাখতে হবে। তারপর সেই সাহসের বলে জানিয়ে দিন মনের মানুষকে মনের কথা। নিজের মনের ভারও অনেকটাই হালকা হবে। মনে রাখবেন, আপনি একা নন, আজকের দিনে সারা পৃথিবীর মানুষ নিজের মনের কথা জানাতে ব্যস্ত। আপনাকে অবশ্যই এই দিনটি নিয়ে আলাদা করে প্ল্যান করতে হবে।