দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে এবার পিপিপি মডেলে স্কুলের ভাবনা। স্কুল শিক্ষা দফতর থেকে সেই খসড়া তৈরি করা হয়েছে। খসড়া পাঠানো হবে সংশ্লিষ্ট অন্যান্য দফতরে। তারপরে তা চূড়ান্ত করে রাজ্য মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। পিপিপি মডেলে স্কুলের বিষয়ে খসড়া নীতি তৈরি করেছে স্কুল শিক্ষা দফতর , তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকের কথা উল্লেখ করা হয়েছে। বেসরকারি সংস্থা গুলিকে সরকারি জমি, বাড়ি, পরিকাঠামো ব্যবহারের অনুমতি দেওয়ার কথা উল্লেখ রয়েছে খসড়ায়। খসড়া অনুযায়ী, স্কুল ভবন এবং পরিকাঠামো তৈরির জন্য বেসরকারি সংস্থা লগ্নি করবে। পরিকাঠামো গত ক্ষেত্র গুলি রয়েছে, সেগুলিকে বেসরকারি লগ্নিকারীর হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে।
তাহলে কী পুরো শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ হয়ে যাচ্ছে ? না, এমনটা ভাবার কোনও কারণ নেই বলেই মত শিক্ষাবিদদের একাংশের। নির্দিষ্ট কয়েকটি জায়গাতেই বেসরকারি লগ্নির ব্যবস্থা থাকবে। উদাহরণ হিসেবে বলা যায় বেসরকারি লগ্নিকারী সংস্থা স্কুল গুলিতে শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী নিয়োগ করতে পারবে। গোটা বিষয়টি এখনও খসড়ার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত অনুমোদন এখনও কিছু হয়নি।