দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইউনিভার্সিটি অব সিডনি আর ইউনিভার্সিটি অব রোহেম্পাটানের গবেষণায় উঠে এল এক চমক লাগানো তথ্য। দুই ইউনিভার্সিটির যৌথ গবেষণায় দেখা গেছে যে ক্যাঙারু ইচ্ছেকৃতভাবে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম। আর এই তথ্যেই চমকিত হয়েছে গবেষকরা।
গবেষকদের মতে এতদিন ক্যাঙারুকে একটি বিশেষ প্রাণীরূপেই দেখা হত, তাদের তো আর কুকুর-গরু-বেড়ালের মতো গৃহপালনের আওতায় নিয়ে আসা হয়নি। তাই তাদের এই প্রকাশভঙ্গি নজর কেড়েছে গবেষকদের। গবেষকরা বলছেন যে ক্যাঙারুরা এক্ষেত্রে কগিনিটিভ ফাংশানিং-কে কাজে লাগায়ে।
আরো পড়ুনঃ জানেন কী হোয়াটসঅ্যাপেই ফাঁস হচ্ছে আপনার গোপন তথ্য!
গবেষকরা দেখেছেন যে ১১টির মধ্যে ১০ টি ক্যাঙারু তাদের গবেষণায় সাড়া দিয়েছে। তারা একটি কার্ডবোর্ডের বক্সে খাবার রেখে ক্যাঙারুদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলে ঠিক করেছিলেন। ড. আলেকজান্দ্রা গ্রিন জানাচ্ছেন যে, ক্যাঙারুরা খাবারের গন্ধ পেয়ে বাক্সগুলিকে আঁচড়াতে থাকে। শেষপর্যন্ত তারা খাবার বার করতে না পেরে ‘অপলক’ দৃষ্টিতে গবেষকদের দিকে তাকিয়ে ছিল।
আর এই দৃষ্টিবিনিময় থেকেই গবেষণার ফলাফল নির্ধারণ করেছেন তারা। আরেক গবেষক অ্যালান ম্যাকগ্যালিয়ট জানিয়েছেন যে, এই যে চাউনি যাকে ইংরেজিতে বলে ‘গেজ্’ এইটি কেবলমাত্র গৃহপালিত পশু বিশেষ করে কুকুরের ক্ষেত্রেই দেখা যায় কিন্তু ক্যাঙারুর এই প্রতিক্রিয়ায় তারা অভিভূত।
বদমেজাজি জন্তু হিসেবে ক্যাঙারুর নামডাক আছে কিন্তু তাদের চরিত্রের এই দিকটি প্রকাশ পাওয়ায় যে এই সমস্ত গবেষণার একটি দিক খুলে গেল তাই মনে করছেন অনেক প্রাণীবিজ্ঞানীরা।