দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ হাওয়াকল থেকে যে শক্তি উৎপাদন করা যায় তার উপায় আমরা জেনেছি অনেক আগে। সেই উপায়ে এখন অনুর্বর প্রান্তেও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কিন্তু সামান্য হাওয়া বা বাতাসকে কাজে লাগিয়ে যে জল তৈরি করা যায় তার উপায় বার করল ইন্ডিয়ান ইন্সিটিটিউট অব টেকনোলজি, গুয়াহাটির একদল গবেষক। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে যে এই গবেষণার বিষদ বিবরণ ইতিমধ্যে জার্নাল অব রয়্যাল সোসাইটি অব কেমিষ্ট্রি থেকে প্রকাশিত হয়েছে।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন কেমিষ্ট্রির অধ্যাপক-গবেষক উত্তম মান্না, তার সঙ্গে ছিলেন কৌশিক মাজি, অভিজিৎ দাস ও মনিদীপা ধর। প্রফেসর মান্না জানিয়েছেন যে এই জল উৎপাদন প্রক্রিয়ায় তারা ‘হাইড্রোফোবিসিটি’ নামক এক পদ্ধতির সহায়তা নিয়েছেন। কি এই ‘হাইড্রোফোবিসিটি’? এই প্রশ্নের জবাবে প্রফেসর মান্না জানিয়েছেন যে, পদ্মফুলের পাতায় যেভাবে জল জমে অর্থাৎ জলীয়বাষ্প ঘনীভূত হয়ে যেভাবে জলে রূপান্তরিত হয় এখানেও সেই পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রয়োগ করা হয়েছে।


আরো পড়ুনঃ সাবধান! লোকেশন ট্র্যাকিং অ্যাপে ফাঁস হচ্ছে আপনার গোপন তথ্য!
আইআইটির কেমিষ্ট্রির বিভাগের গবেষণাগারে রাসায়নিক উপায়ে একরকমের হাইড্রোফিলিক SLIP তৈরি করা হয়েছে। এটি তৈরিতে সামান্য একটি প্রিন্টিং এ-৪ পেপার লেগেছে আর তার দুই তলে স্পঞ্জের মতো পলিমেরিক জাতীয় তৈল পদার্থ লেপে দিয়েছে। এই লেপনের সংস্পর্শে যদি জলীয়বাষ্প আসে, বা ভোরের কুয়াশাতে রাখা যায় তখন এই ভারী বাতাস থেকে চুঁইয়ে জল পরতে থাকবে।
এই সরল উপায়ে আবিষ্কারের ফলে যে দুনিয়াজুড়ে চলতে থাকা জলের সমস্যা অনেকখানি মিটতে পারে তা জানিয়েছেন প্রফেসর মান্না। গবেষকদের আশা যে তারা খুব শীঘ্র একটি ইন্টারফেস তৈরি করে ফেলবেন যার দ্বারা সহজে জল উৎপাদন প্রক্রিয়াটি সংঘটিত হতে পারে।